Ajker Patrika

নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও লুট করা টাকা উদ্ধার করা হয়েছে। 

গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার জোবায়ের হোসেন (২২) ও ঢাকার দোহারের মৃদুল (২০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ভোরে আক্কাস সবজি কেনার জন্য যাত্রাবাড়ীর উদ্দেশে বের হন। পথে মিজমিজি রেকমত আলী হাই স্কুলের পাশে পৌঁছালে আসামিরা তাঁর টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে আক্কাস বাধা দেন। তখনই আসামিরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টহল পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত