Ajker Patrika

ডুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০: ০২
ডুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসে ছাত্র–শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং এর সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ), সহকারী হল প্রভোস্ট ও অফিসপ্রধানদের সমন্বয় সভার সিদ্ধান্ত এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন, ২০০৩–এর ধারা ৪৪ (৫) অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো। 

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

এদিকে ডুয়েট কর্তৃপক্ষের এ আদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাঁরা এর নিন্দা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডুয়েট গাজীপুরে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছিল। আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হন, অর্ধশত শিক্ষার্থী পুলিশের হাতে গ্রেপ্তার ও কারাবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত