Ajker Patrika

মিরপুরে পানির দাবিতে সড়ক অবরোধ, সরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৭: ০২
মিরপুরে পানির দাবিতে সড়ক অবরোধ, সরিয়ে দিল পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে পানির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পল্লবীর ১২ নম্বর কালশী ফ্লাইওভারের (কুর্মিটোলা ক্যাম্পসংলগ্ন) সামনে সড়ক অবরোধ করেন কুর্মিটোলা ক্যাম্প, শাহপরান বস্তি, বালুরমাঠ বস্তিসহ পাঁচটি ক্যাম্পের কয়েক শ মানুষ। একপর্যায়ে বিক্ষোভকারীরা কালশী ফ্লাইওভারের সামনে যান চলাচল বন্ধ করে দেন। পরে পল্লবী থানা-পুলিশের একটি টিম তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

বালুরমাঠ বস্তির চেয়ারম্যান মো. জয়নাল আজকের পত্রিকাকে বলেন, টানা ২৫ দিন পানির সংকট। মানুষ বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে প্রয়োজন সারছেন। এখন বাধ্য হয়ে সবাই রাস্তায় নেমেছেন। ওয়াসার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা শুধু বলছে, ‘আমরা দেখছি।’

কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দা মিনা খাতুন জানান, দুই মাস ধরে তাঁদের পানির সংকট। গত ২৫ দিন ক্যাম্পে এক ফোঁটাও পানি নেই। পুরো ক্যাম্পে পানির হাহাকার।

প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ টাকা পানির বিল দেওয়ার পরও পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাহপরান বস্তির বাসিন্দা মিলন। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পের পানির লাইন ওয়াসার লোকজন টাকা খেয়ে সাগুফতাকে (হাউজিং কোম্পানি) দিয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের ব্যবস্থা হলে, সব সমাধান হয়ে যাবে। গরম কমলে আর কোনো সমস্যা থাকবে না। বিদ্যুৎ থাকলে পাম্প চলবে, পানি উঠবে। না থাকলে পাম্প চলবে না।’ 

ঢাকা ওয়াসার তথ্য অনুসারে, ঢাকায় দৈনিক পানির চাহিদা রয়েছে ২২০ থেকে ২৪০ কোটি লিটার। তবে সংস্থাটির দৈনিক উৎপাদন সক্ষমতা রয়েছে ২৭০ কোটি লিটার। ওয়াসা ভূগর্ভস্থ উৎস থেকে উৎপাদনের ৬৬ ভাগ পানি আহরণ করে। বাকি ৩৪ ভাগ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সংগ্রহ করে তা নগরবাসীর জন্য সরবরাহ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত