Ajker Patrika

দুর্গোৎসবে ঢাবির জগন্নাথ হলে ছাত্রদের জন্য ১০, অতিথিদের জন্য ১৫ নির্দেশনা

ঢাবি প্রতিনিধি
দুর্গোৎসবে ঢাবির জগন্নাথ হলে ছাত্রদের জন্য ১০, অতিথিদের জন্য ১৫ নির্দেশনা

হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সর্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে হলের শিক্ষার্থীদের জন্য ১০টি ও পুজোয় আগত অতিথিদের জন্য ১৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জগন্নাথ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পূজা উদযাপন কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল দুর্গাপূজা উদযাপনের বিষয়ে সার্বিক বিষয় ও নির্দেশনাবলি উপস্থাপন করেন।

এ সময় জগন্নাথ হলের সর্বজনীন পূজা উদযাপন কমিটির আহবায়ক ও হলের আবাসিক শিক্ষক কালিদাস ভক্তসহ হলের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘দেবীর দোলনায় আগমন ও ঘোটকে গমন—এই উপজীব্যকে ধারণ করে এবারের শাস্ত্রীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। আমাদের সনাতন সম্প্রদায়ের ধর্মীয় সকল রীতি, আচার, প্রথ্য, বিশ্বাস ও মূল্যবোধের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়েই আমরা এই সর্বজনীন পূজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’

শারদীয় দুর্গোৎসবে আগত অতিথিদের জন্য নির্দেশনা হলো—শারদীয় দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে; বিশেষ প্রয়োজন ব্যতিরেকে উপাসনালয়ের মূল বেদীতে ওঠা যাবে না; উপাসনালয়ে সকল ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার দর্শনার্থীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে; উপাসনালয় বা হল প্রাঙ্গণে রাষ্ট্র বা ধর্মবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না; হল প্রশাসনের যথাযথ অনুমতি ব্যতিত শিক্ষার্থীদের ভবনে/রুমে প্রবেশ করা যাবে না; হল প্রাঙ্গণে কোনো প্রকার যানবাহন নিয়ে প্রবেশ করা যাবে না; নিরাপত্তা ব্যবস্থাপনা ও তল্লাশির প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীকে সহযোগিতা করতে হবে; দর্শনার্থীদের অবশ্যই হল গেটের নির্দিষ্ট পথ দিয়ে প্রবেশ করতে ও বের হতে হবে; গেস্ট রুমে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারে মায়েরা প্রয়োজনে দুগ্ধপান করাতে পারবেন; পূজা প্রাঙ্গণে সন্দেহভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে; হলের মধ্যে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি ইত্যাদি বহন ও ব্যবহার করা যাবে না; হলের নির্দিষ্ট স্থানে বা লাল রঙের বিনে ময়লা-আবর্জনা ফেলতে হবে; উপাসনালয়ের নির্দিষ্ট প্রণামী বাক্সে বা তথ্যকেন্দ্রে প্রণামী/অনুদান প্রদান করতে পারবেন; হলের অভ্যন্তরে কোন প্রকার ধূমপান বা এলকোহলজাতীয় পণ্য সেবন করা যাবে না এবং হলের অভ্যন্তরে অপ্রয়োজনীয় অবস্থান না করে দ্রুততম সময়ে হল ত্যাগ করতে হবে।

ছাত্রদের জন্য নির্দেশনা হলো—জগন্নাথ হলের আবাসিক/অনাবাসিক সকল শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে; জগন্নাথ হল প্রশাসন প্রদত্ত স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল হলে প্রবেশ করতে পারবে না; শারদীয় দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে; বিশেষ প্রয়োজন ব্যতিরেকে উপাসনালয়ের মূল বেদীতে ওঠা যাবে না; উপাসনালয়ে সকল ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে এবং কোনো ধর্মের প্রতি বিরূপ মন্তব্য করা হতে বিরত থাকতে হবে; উপাসনালয়ে দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না; হল প্রশাসনের অনুমতি ব্যতিত ভবনে/রুমে কোনো অতিথি নেওয়া যাবে না; সন্দেহভাজন কাউকে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে; পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি ইত্যাদির হলের মধ্যে অবস্থান নিষিদ্ধ এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত