নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে দেশটিকে জরুরী চিকিৎসা সামগ্রী ত্রাণ হিসেবে পাঠাতে চেয়েছিলো বাংলাদেশ। তারই অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির আজ ভারতে পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দিতে প্রস্তাব দেয়া হয়েছিলো। এতে ১০ হাজার এন্টি-ভাইরাল ইনজেকশন, মুখে খাওয়া এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিইসহ বেশ কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধ দিতে চায় ঢাকা। ভারতের মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশের সম্ভাব্য সকল সহযোগিতার বিষয়ে প্রস্তুত ঢাকা। ভারতের চাহিদা অনুযায়ী আরও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারত বাংলাদেশের সহযোগিতা গ্রহণে সম্মত হয়েছে। বাংলাদেশকে তারা রেমডেসিভির পাঠাতে অনুরোধ করেছে। তারই প্রেক্ষিতে এটি পাঠানো হচ্ছে। এছাড়া প্রতিশ্রুত অন্যান্য ঔষধগুলোও পাঠাতে প্রস্তুত ঢাকা। আজ বুধবার বেনাপোল বন্দর দিয়ে এবারের চালানটি ভারতে যাবে।
আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ভারতের কাছে তা হস্তান্তর করবে।
এর আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশ বাংলাদেশ থেকে রেমডেসিভির আমদানি করতে চেয়েছিলো। রেমডিসিভির আমদানি করতে কেন্দ্রীয় সরকারের অনুমতিও চেয়েছিলো ঝাড়খণ্ড। ইতিমধ্যে দেশটির ঝাড়খণ্ড রাজ্যকে রেমডেসিভির বিক্রির জন্য চিঠি দিয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ৫০ হাজার শিশি রেমডেসিভির ১০ লাখ ডলারে বিক্রির কথা চিঠিতে জানিয়েছে।
ঢাকা: ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে দেশটিকে জরুরী চিকিৎসা সামগ্রী ত্রাণ হিসেবে পাঠাতে চেয়েছিলো বাংলাদেশ। তারই অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির আজ ভারতে পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দিতে প্রস্তাব দেয়া হয়েছিলো। এতে ১০ হাজার এন্টি-ভাইরাল ইনজেকশন, মুখে খাওয়া এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিইসহ বেশ কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধ দিতে চায় ঢাকা। ভারতের মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশের সম্ভাব্য সকল সহযোগিতার বিষয়ে প্রস্তুত ঢাকা। ভারতের চাহিদা অনুযায়ী আরও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারত বাংলাদেশের সহযোগিতা গ্রহণে সম্মত হয়েছে। বাংলাদেশকে তারা রেমডেসিভির পাঠাতে অনুরোধ করেছে। তারই প্রেক্ষিতে এটি পাঠানো হচ্ছে। এছাড়া প্রতিশ্রুত অন্যান্য ঔষধগুলোও পাঠাতে প্রস্তুত ঢাকা। আজ বুধবার বেনাপোল বন্দর দিয়ে এবারের চালানটি ভারতে যাবে।
আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ভারতের কাছে তা হস্তান্তর করবে।
এর আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশ বাংলাদেশ থেকে রেমডেসিভির আমদানি করতে চেয়েছিলো। রেমডিসিভির আমদানি করতে কেন্দ্রীয় সরকারের অনুমতিও চেয়েছিলো ঝাড়খণ্ড। ইতিমধ্যে দেশটির ঝাড়খণ্ড রাজ্যকে রেমডেসিভির বিক্রির জন্য চিঠি দিয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ৫০ হাজার শিশি রেমডেসিভির ১০ লাখ ডলারে বিক্রির কথা চিঠিতে জানিয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
৬ মিনিট আগেরংপুরের পীরগাছায় ডাকাতদলের এক সদস্যকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগেফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা, ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
৩৪ মিনিট আগে