Ajker Patrika

সকালে মাদ্রাসায় শিশু বিকেলে ঝুলন্ত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
সকালে মাদ্রাসায় শিশু বিকেলে ঝুলন্ত লাশ

মাদ্রাসা থেকে এর আগেও কয়েকবার পালিয়ে বাড়ি গিয়েছিল ১১ বছর বয়সী রাকিবুল ইসলাম। সে না চাইলেও গতকাল শনিবার সকালে আবার তাকে মাদ্রাসায় রেখে যায় পরিবার। এরপর সারা দিন খোঁজ ছিল না। অবশেষে সন্ধ্যায় মাদ্রাসার একটি ছোট ঘর থেকে গলায় দড়ি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাকিবের মরদেহ। 

গতকাল শনিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা জান্নাতুল ফেরদৌস নামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

শিশু রাকিব ওই মাদ্রাসায় নূরানী বিভাগের শিক্ষার্থী ছিল। সে উপজেলার কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। 

এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় রাকিবুল ইসলাম নামের এক শিশুর মৃত্যুর সংবাদে আমরা মর্মাহত হয়েছি। বিষয়টি থানায় জানানো হলে রাতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে গেছে।’ 

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গান্ধিনা জান্নাতুল ফেরদৌস নামের ওই মাদ্রাসায় রাকিবুল ইসলাম ও তার ছোট ভাই ইব্রাহীম (৮) লেখাপড়া করে। শনিবার সকালে রাকিবুলের মা তাদের দুজনকেই মাদ্রাসায় রেখে গিয়েছিলেন। রাকিবুল মাঝে মধ্যেই মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে যেত বলে জেনেছি। ওই দিন সন্ধ্যায় রাকিবুলকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মাদ্রাসার ভবনের একটি ছোট ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।’ 

এসআই আল আমিন আরও বলেন, ‘পরে রাকিবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্টের মাধ্যমেই জানা যাবে তার মৃত্যু রহস্য। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত