Ajker Patrika

তাড়াশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন-বিক্ষোভ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আপডেট : ১৬ মে ২০২৫, ১৮: ৩৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।

আজ শুক্রবার উপজেলার নওগাঁ ইউনিয়নে চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে সাইদুর রহমানের ওপর হামলা হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রতিপক্ষ বেল্লাল হোসেনের ছেলে আনিসুল হকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের এই অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ঘটনার পর আনিসুল হক পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে যাওয়া তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, সাইদুর রহমান নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই এলাকা ঘিরে রেখেছেন। তাঁরা অভিযুক্ত আনিসুলের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত