Ajker Patrika

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৫, ১৮: ০৭
পেছনের একটি চাকা ছাড়াই ঢাকার পথে রওনা দেয় বিমানের ফ্লাইট। ছবি: আজকের পত্রিকা
পেছনের একটি চাকা ছাড়াই ঢাকার পথে রওনা দেয় বিমানের ফ্লাইট। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৬৯ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বেলা আড়াইটার দিকে আজকের পত্রিকাকে জানান, উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়েতে অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছে।

পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে শাহজালালে অবতরণ করেছে। ছবি: আজকের পত্রিকা
পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে শাহজালালে অবতরণ করেছে। ছবি: আজকের পত্রিকা

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এ ক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত