Ajker Patrika

বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল বরিশালের কৃতী পাঠকেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ শুক্রবার নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রামীণফোন।

পুরস্কার বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ।

শুভেচ্ছা বক্তব্যে খন্দকার মো. আসাদুজ্জামান বলেন, ‘বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। যে বই আমাদের স্বপ্ন জোগায়, সেই বই-ই আমাদের পড়া উচিত। তোমরা বই পড়াকে দায়িত্ব মনে না করে আনন্দ মনে করবে। বিশ্বসাহিত্য কেন্দ্র ৫০ বছর ধরে সারা দেশে আনন্দ দেওয়ার জন্যই বই পড়া আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

দিনব্যাপী এই আয়োজনে বরিশাল মহানগরীর ৩৬টি স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার নেয়। এ ছাড়া ১১টি স্কুলের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার নেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক বা সংগঠকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত