মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এ সময় পশ্চিম বাঘড়া এলাকার মো. ইয়াছিন (১৮) নামের এক যুবক পিস্তল নিয়ে সেখানে আসেন এবং উপস্থিত ব্যক্তিদের ভয় দেখাতে থাকেন। শান্ত পিস্তলটি আসল কি না—জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলেন। গুলিটি সরাসরি শান্তর পায়ে বিদ্ধ হয়।
এ সময় দোকানে থাকা অপর দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) ঘটনা প্রত্যক্ষ করেন। পরে ইয়াছিন নিজেই আহত শান্তকে নিয়ে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শান্তর পা থেকে গুলি অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও বিগত দুই বছর ধরে তিনি এলাকায় আলোচিত মাদক কারবারি জসিম বাহিনীর হয়ে কাজ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইয়াছিনসহ একাধিক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র সন্ত্রাসে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অস্ত্র উদ্ধারে অভিযান ও অন্যান্য আইনি কার্যক্রম চালানো হচ্ছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এ সময় পশ্চিম বাঘড়া এলাকার মো. ইয়াছিন (১৮) নামের এক যুবক পিস্তল নিয়ে সেখানে আসেন এবং উপস্থিত ব্যক্তিদের ভয় দেখাতে থাকেন। শান্ত পিস্তলটি আসল কি না—জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলেন। গুলিটি সরাসরি শান্তর পায়ে বিদ্ধ হয়।
এ সময় দোকানে থাকা অপর দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) ঘটনা প্রত্যক্ষ করেন। পরে ইয়াছিন নিজেই আহত শান্তকে নিয়ে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শান্তর পা থেকে গুলি অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও বিগত দুই বছর ধরে তিনি এলাকায় আলোচিত মাদক কারবারি জসিম বাহিনীর হয়ে কাজ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইয়াছিনসহ একাধিক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র সন্ত্রাসে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অস্ত্র উদ্ধারে অভিযান ও অন্যান্য আইনি কার্যক্রম চালানো হচ্ছে।
যশোরের মনিরামপুরের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম মনিরামপুর-নওয়াপাড়া সড়ক। শিল্পনগরী নওয়াপাড়ার সঙ্গে বেনাপোল স্থলবন্দরে যোগাযোগের সংক্ষিপ্ত পথ এটি। নওয়াপাড়া থেকে মনিরামপুর হয়ে বেনাপোলসহ পশ্চিমাঞ্চলে স্বল্প সময়ে পণ্য সরবরাহে এই পথ ব্যবহার করছিলেন ব্যবসায়ীরা।
১৫ মিনিট আগেময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৭ ঘণ্টা আগে