শিপুল ইসলাম, রংপুর প্রতিনিধি
একসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় আট লাখ টাকা।
রংপুরের তারাগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে আব্দুর রহিমের বাড়ি। সেখানে ১১ বছর ধরে তিনি গড়ে তুলেছেন এক অভিনব সমন্বিত খামার—যেখানে ধানের পাশাপাশি একসঙ্গে চাষ হচ্ছে মাছ ও হাঁস। খেতের পোকামাকড় খেয়ে ফেলে হাঁস, হাঁসের বিষ্ঠা মাছের খাবার হয়ে যায়, আবার মাছের নাড়াচাড়ায় জমির নিচের মাটি নরম থাকে, ধানের উৎপাদনও বেড়ে যায়। এই চক্রেই গড়ে উঠেছে টেকসই লাভের এক দৃষ্টান্ত।
আব্দুর রহিমের বাবা মজিবর রহমান ছিলেন একজন চাষি। তাঁর তিন একর জমিতে ধান চাষ করে কোনো রকমে সংসার চলত। সঞ্চয় বলতে কিছু ছিল না, বরং সময়মতো ধারদেনায় চলত চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি খরচ। এসব ভাবতেই কষ্ট হতো ছেলে রহিমের। তাই আলিম পাস করার পর তিনি সিদ্ধান্ত নেন—চাকরির পেছনে ছোটার চেয়ে কৃষিতেই কিছু করে দেখাবেন।
২০১৩ সালে তিনি পুরোপুরি কৃষিতে মনোযোগী হন। ভাবেন, ধানের পাশাপাশি বাড়তি আয়ের রাস্তা কী হতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে গাইবান্ধার বামনডাঙ্গা থেকে ৫ হাজার টাকায় ২০০ হাঁসের বাচ্চা কিনে আনেন। জমির পাশে খাল খুঁড়ে তৈরি করেন হাঁসের ঘর। ১০৭ দিন পরে হাঁস বিক্রি করে পান ৭৫ হাজার টাকা। খরচ বাদে লাভ হয় প্রায় ৫০ হাজার টাকা।
এই সফলতা তাঁকে আরও সাহসী করে তোলে। পরের বছর এক একর জমিতে বাঁধ দিয়ে শুরু করেন সমন্বিত খামার। ধান, হাঁস ও মাছ—তিনটির সঠিক ভারসাম্যে প্রথম বছরেই আয় করেন এক লাখ টাকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বর্তমানে আব্দুর রহিমের বার্ষিক আয় আট লাখ টাকার বেশি। তাঁর খামারে উৎপাদন হয় ধান, মাছ আর হাঁস। এলাকার মানুষ তাঁকে এখন সমন্বিত চাষের ‘গুরু’ হিসেবে চেনেন। অনেকেই তাঁর পরামর্শে শুরু করেছেন একই ধরনের চাষ।
রহিমাপুর গ্রামের কৃষক এমদাদুল হক, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান, আবু তালেব, সফি উল্লাহ, বাদশা আলম ও মোস্তফা কামাল—তাঁদের সবাই এখন ধানখেতে হাঁস-মাছ চাষ করেন এবং পরিবারে এনেছেন সচ্ছলতা। পাশের বিষ্ণপুর, জয়বাংলা গ্রামের অনেক কৃষকও যুক্ত হয়েছেন এই পথে।
আশরাফুল ইসলাম বলেন, ‘ধান এখন ফাও আবাদ। হাঁস-মাছের খরচে ধান চাষ হয়। ৪০ শতকে হাঁস-মাছ চাষে ধানের পাশাপাশি দেড় লাখ আয় হয়।’
সাত বছর ধরে চাষ করছেন কৃষক আবু তালেব। প্রথমে লোকসান হলেও পরবর্তীকালে রহিমের পরামর্শ নিয়ে সফলতা পান। তিনি বলেন, ‘ধানের চেয়ে বাড়তি আয় পাই হাঁস-মাছ থেকে। বছর গেলে মোটা টাকা সঞ্চয় হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, ‘সমন্বিত চাষে জমিতে কীটনাশক প্রয়োগ কম হয়, ফলে পরিবেশ সুরক্ষিত থাকে। ধান, মাছ ও হাঁস—তিনটিই হয় নিরাপদ। রহিমের দেখানো পথ ধরেই এখন অনেকেই লাভবান হচ্ছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘আব্দুর রহিমের খামার এখন এলাকার অনুপ্রেরণা। তাঁর এই মডেল ছড়িয়ে দিলে আরও অনেক কৃষক উপকৃত হবেন।’
একসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় আট লাখ টাকা।
রংপুরের তারাগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে আব্দুর রহিমের বাড়ি। সেখানে ১১ বছর ধরে তিনি গড়ে তুলেছেন এক অভিনব সমন্বিত খামার—যেখানে ধানের পাশাপাশি একসঙ্গে চাষ হচ্ছে মাছ ও হাঁস। খেতের পোকামাকড় খেয়ে ফেলে হাঁস, হাঁসের বিষ্ঠা মাছের খাবার হয়ে যায়, আবার মাছের নাড়াচাড়ায় জমির নিচের মাটি নরম থাকে, ধানের উৎপাদনও বেড়ে যায়। এই চক্রেই গড়ে উঠেছে টেকসই লাভের এক দৃষ্টান্ত।
আব্দুর রহিমের বাবা মজিবর রহমান ছিলেন একজন চাষি। তাঁর তিন একর জমিতে ধান চাষ করে কোনো রকমে সংসার চলত। সঞ্চয় বলতে কিছু ছিল না, বরং সময়মতো ধারদেনায় চলত চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি খরচ। এসব ভাবতেই কষ্ট হতো ছেলে রহিমের। তাই আলিম পাস করার পর তিনি সিদ্ধান্ত নেন—চাকরির পেছনে ছোটার চেয়ে কৃষিতেই কিছু করে দেখাবেন।
২০১৩ সালে তিনি পুরোপুরি কৃষিতে মনোযোগী হন। ভাবেন, ধানের পাশাপাশি বাড়তি আয়ের রাস্তা কী হতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে গাইবান্ধার বামনডাঙ্গা থেকে ৫ হাজার টাকায় ২০০ হাঁসের বাচ্চা কিনে আনেন। জমির পাশে খাল খুঁড়ে তৈরি করেন হাঁসের ঘর। ১০৭ দিন পরে হাঁস বিক্রি করে পান ৭৫ হাজার টাকা। খরচ বাদে লাভ হয় প্রায় ৫০ হাজার টাকা।
এই সফলতা তাঁকে আরও সাহসী করে তোলে। পরের বছর এক একর জমিতে বাঁধ দিয়ে শুরু করেন সমন্বিত খামার। ধান, হাঁস ও মাছ—তিনটির সঠিক ভারসাম্যে প্রথম বছরেই আয় করেন এক লাখ টাকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বর্তমানে আব্দুর রহিমের বার্ষিক আয় আট লাখ টাকার বেশি। তাঁর খামারে উৎপাদন হয় ধান, মাছ আর হাঁস। এলাকার মানুষ তাঁকে এখন সমন্বিত চাষের ‘গুরু’ হিসেবে চেনেন। অনেকেই তাঁর পরামর্শে শুরু করেছেন একই ধরনের চাষ।
রহিমাপুর গ্রামের কৃষক এমদাদুল হক, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান, আবু তালেব, সফি উল্লাহ, বাদশা আলম ও মোস্তফা কামাল—তাঁদের সবাই এখন ধানখেতে হাঁস-মাছ চাষ করেন এবং পরিবারে এনেছেন সচ্ছলতা। পাশের বিষ্ণপুর, জয়বাংলা গ্রামের অনেক কৃষকও যুক্ত হয়েছেন এই পথে।
আশরাফুল ইসলাম বলেন, ‘ধান এখন ফাও আবাদ। হাঁস-মাছের খরচে ধান চাষ হয়। ৪০ শতকে হাঁস-মাছ চাষে ধানের পাশাপাশি দেড় লাখ আয় হয়।’
সাত বছর ধরে চাষ করছেন কৃষক আবু তালেব। প্রথমে লোকসান হলেও পরবর্তীকালে রহিমের পরামর্শ নিয়ে সফলতা পান। তিনি বলেন, ‘ধানের চেয়ে বাড়তি আয় পাই হাঁস-মাছ থেকে। বছর গেলে মোটা টাকা সঞ্চয় হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, ‘সমন্বিত চাষে জমিতে কীটনাশক প্রয়োগ কম হয়, ফলে পরিবেশ সুরক্ষিত থাকে। ধান, মাছ ও হাঁস—তিনটিই হয় নিরাপদ। রহিমের দেখানো পথ ধরেই এখন অনেকেই লাভবান হচ্ছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘আব্দুর রহিমের খামার এখন এলাকার অনুপ্রেরণা। তাঁর এই মডেল ছড়িয়ে দিলে আরও অনেক কৃষক উপকৃত হবেন।’
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে