Ajker Patrika

লাউকাঠি নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৫, ১৯: ০১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে নদীর উত্তর প্রান্তের গোডাউনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রাহুল লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকার বাবু সমাদ্দারের ছেলে। সে লাউকাঠি এলাকায় পিসির বাড়িতে থেকে পড়াশোনা করছিল।

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম ঢালী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাহুল নদীর তীরে ব্লকের ওপর দাঁড়িয়ে পা দোলাচ্ছিল। এ সময় পা ফসকে নদীতে পড়ে যায় সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে প্রায় দেড় ঘণ্টা পর রাহুলের লাশ উদ্ধার করে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাহুল সমাদ্দার লাউকাঠি নদীতে পা ধোয়ার সময় পড়ে যায়। সে সাঁতার না জানায় তীরে উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত