Ajker Patrika

ট্রেনে যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না: স্টেশন ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪: ৪৫
ট্রেনে যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না: স্টেশন ম্যানেজার

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তনগর ও লোকাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল যেহেতু গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। তার একটা প্রভাব পড়েছে ট্রেনে, যার ফলে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচুর ভিড়। এই অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। তবে প্রতিটি ট্রেন সতর্কতার ও নিরাপত্তার সঙ্গে চালানো হচ্ছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুরে রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেশন ম্যানেজার।

ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা এক থেকে দুই ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। 

ট্রেনে যাত্রীর চাপের বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক ট্রেনে রওনা করেছে। এত বেশি যাত্রীর চাপ এবং মানুষের যে স্রোত, সেটা ঠেকানো যাচ্ছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জিআরপি পুলিশ সবাই যাত্রীর চাপের কাছে ব্যর্থ হয়েছে। ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো যাচ্ছে না। 

তবে আমরা যাত্রীদের নিষেধ করেছি ট্রেনের ছাদে, বাফারে ও ইঞ্জিনে না উঠতে। কিন্তু কারোর কথাই যাত্রীরা শুনছে না। আমরা চেষ্টা করছি তাদের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করার। 

এদিকে শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত