Ajker Patrika

‘দেশসেরা শিক্ষকদের সংবর্ধনা’ দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আপডেট : ২০ আগস্ট ২০২২, ২০: ৩৬
‘দেশসেরা শিক্ষকদের সংবর্ধনা’ দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিভিন্ন মানদণ্ড ও গুণের ভিত্তিতে কয়েকটি ধাপের প্রতিযোগিতায় নির্বাচিত দেশ সেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক বিশেষ সংবর্ধনা আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে এক বিশেষ আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। 

প্রতিবছর শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে দেশসেরা শিক্ষকদের সংবর্ধনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। করোনা মহামারির দরুন গত দুই বছর এই কার্যক্রম বন্ধ ছিল। এ বছর গত ৫ ও ৬ জুনের আয়োজনে ২০২২ সালের সেরা শিক্ষকদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে মন্ত্রণালয়। 

দেশসেরা অধ্যক্ষ হিসেবে সংবর্ধিত হয়েছেন, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম। সেরা শিক্ষক হিসেবে সংবর্ধিত হয়েছেন, ঢাকার সাভার সরকারি কলেজের ড. এ. কে. এম সাইদ হাসান। বরিশালের উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের মোসাম্মত সেলিনা আক্তার। বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসার রিয়াজুল করিম রিয়াজ এবং দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পবন কুমার সরকার। 

সংবর্ধনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আনন্দিত ও গর্ববোধ করি দেশসেরা শিক্ষকদের আমাদের মাঝে সম্মানিত করতে পেরে এবং আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদেরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’ 

অনুষ্ঠানে নির্বাচিত দেশসেরা অধ্যক্ষ ড. মো. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এত চমৎকার আয়োজন আগামীদিনে শিক্ষকতা পেশায় আরও বেশি আত্মনিবেদিত হতে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য শিখন পদ্ধতিকে আরও বেশি যুগোপযোগী করে তোলার আহ্বান করছি।’ 

রেজাউল করিম আরও বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত কয়েক দশক ধরে দেশের জন্য উদ্যোক্তা ও যোগ্য নেতা তৈরি করার প্রয়াসে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করে আসছে। বিভিন্ন শিক্ষণ কৌশল, সর্বোত্তম অনুশীলন এবং শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রবান্ধব পরিবেশে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বর্তমানে মানসম্মত শিক্ষা প্রদানের বিকল্প নেই। এই জন্য এই প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব-উল-হক মজুমদার। কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার। একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল। মানবিক অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেইন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত