নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোডের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র–জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান সাইদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালে সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের কারণে চলতি বছর ২২ মার্চ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলার কয়েকটিতে সাইদুল ইসলামের নাম রয়েছে।
সাইদুল ইসলামের বাবা ব্যবসায়ী জজ মিয়া বলেন, ‘আজ বিকেলের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার বাসায় ঢুকে সাইদুলকে খোঁজাখুঁজি করেন। সাইদুল ঘর থেকে বের হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।’
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আজ ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোডের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র–জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান সাইদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালে সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের কারণে চলতি বছর ২২ মার্চ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলার কয়েকটিতে সাইদুল ইসলামের নাম রয়েছে।
সাইদুল ইসলামের বাবা ব্যবসায়ী জজ মিয়া বলেন, ‘আজ বিকেলের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার বাসায় ঢুকে সাইদুলকে খোঁজাখুঁজি করেন। সাইদুল ঘর থেকে বের হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।’
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আজ ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৫ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৬ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৬ ঘণ্টা আগে