Ajker Patrika

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে ঢাবিতে মানববন্ধন

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের ফলাফলপ্রত্যাশীরা। এছাড়া ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল আলাদা প্রকাশ এবং পর্যাপ্ত সময় নিয়ে নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। 

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে ৪৩তম বিসিএসের বাছাই তালিকা বাতিল করে অধিক সংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করা এবং পূর্বের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য হ্রাসের দাবিও জানান ফলপ্রত্যাশীরা। 

মানববন্ধনে ফলপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়—নন-ক্যাডারদের জন্য ৯ম গ্রেডের পদসংখ্যা ছিল ৪০তম বিসিএসে ১৬০৪টি, ৪১তম বিসিএসে ১০৪৩টি। কিন্তু ৪৩ তম বিসিএসে সে সংখ্যা মাত্র ১৯৬ টি। ১০ম গ্রেডের পদসংখ্যা ছিল ৪০ তম বিসিএসে ১১০৮ টি, ৪১তম বিসিএসে ২৬০১টি। ৪৩তম বিসিএসে তার সংখ্যা ৮৬১টি। এভাবে ১১তম ও ১২তম গ্রেডেও উল্লেখ্যযোগ্য হারে আসন কম রয়েছে। 

মানববন্ধনে ফলপ্রত্যাশী মো. ফখরুল আলম বলেন, ‘এবারে খুবই কম পদ দেওয়া হয়েছে। অন্যান্য সময়ের সঙ্গে তুলনা করলে আমরা বুঝি, এখানে অনেক বৈষম্য করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যেমনি ক্ষতি হচ্ছে তেমনি সরকারের অর্থ অপচয় বাড়বে। আগের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিজ্ঞপ্তি বাতিল করার দাবি করছি।’ 

তন্ময় বাড়ৈ নামে আরেক ফলপ্রত্যাশী বলেন, ‘আগে নন-ক্যাডারের সবাই চাকরি পেত, এমন নয়! তবে উল্লেখযোগ্য সংখ্যক লোক চাকরি পেতেন। এবারে সম্পূর্ণ উল্টো বিষয় আমরা দেখছি, এটা কোনোভাবে কাম্য নয়। এবার এমন করে ফেলা হয়েছে যে, আপনি (ফলপ্রত্যাশী) ক্যাডার হলেই চাকরি পাবেন, না হলে আশা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত