Ajker Patrika

পদ্মায় শেষ অবলম্বন হারিয়ে নিঃস্ব পটুয়াখালীর শোয়েব

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ০২
পদ্মায় শেষ অবলম্বন হারিয়ে নিঃস্ব পটুয়াখালীর শোয়েব

পটুয়াখালী সদরের দক্ষিণ সবুজবাগ এলাকার শোয়েবুর রহমান শোয়েব। তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন। এরপর ভালো বেতনে চাকরিও করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 

এক বছর আগে বাবাকে হারান শোয়েব। পিতার অবর্তমানে সংসারের হাল ধরতে ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলেন একটি ট্রাক। ট্রাকটিতে সেনাবাহিনীর অকশনকৃত মাল লোড করে পটুয়াখালী থেকে ঢাকার দোলাইরপাড়ে যাচ্ছিলেন চালক মো. ইয়াকুব হাওলাদার। তবে শেষ রক্ষা হলো না। পাটুরিয়ায় ১৭টি পণ্যবাহী ট্রাকবোঝাই ডুবে যাওয়া ফেরিতেই ছিল শোয়েবের ট্রাক। 

ফেরিডুবির খবর শুনে পটুয়াখালী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন শোয়েব। গাড়িটি নদীতে শুনেই কেঁদে ফেলেন তিনি। গাড়িটি উদ্ধারের জন্য দিগ্বিদিক ছুটতে থাকেন শোয়েব। 

আবেগ আপ্লুত হয়ে শোয়েবুর রহমান শোয়েব আজকের পত্রিকাকে বলেন, 'আমার সবকিছু শেষ ভাই। আমার সংসার চলত এই গাড়ি দিয়েই। মাত্র এক বছর আগে ব্যাংক লোন নিয়ে গাড়িটি কিনেছি। মোটামুটি ভালোই যাচ্ছিল সবকিছু। কিন্তু এখন আমার কী হবে?'

শোয়েবুর ক্ষোভের সঙ্গে আরও বলেন, বুধবার থেকে উদ্ধারকারী দলের তৎপরতা তেমন সন্তোষজনক না। গতকাল থেকে মাত্র চারটি গাড়ি ওঠাতে সক্ষম হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এখন পর্যন্ত কোনো তালিকাও তৈরি করা হয়নি, হবে কিনা তাও জানেন না তিনি। ক্ষতিপূরণ পাবেন কিনা তাও জানেন না। 

ট্রাকটির চালক মো. ইয়াকুব হাওলাদার বলেন, `বুধবার দৌলতদিয়া ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয় ফেরিটি। মাঝ নদীতে আসামাত্রই ফেরটির বাম দিকে ঝুঁকে যেতে থাকে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ভিড়তেই তিনটি গাড়ি নামতে সক্ষম হয়। আরেকটি ট্রাক অর্ধেক নামার সঙ্গে সঙ্গেই ফেরি কাত হয়ে ডুবে যায়। সেই অর্ধেক নামা ট্রাকটির পেছনেই ছিল আমার ট্রাক। যখন দেখলাম কাঁত হয়ে ডুবে যাচ্ছে, তখনই ট্রাক থেকে নেমে কোনো মতে জীবন বাঁচাই।'

ট্রাকের মালিকসহ চালক এখন পর্যন্ত ঘটনাস্থলে থেকে গাড়ির সন্ধানে আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত