Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন শরিফুল ইসলাম (২৮) ও সাইফুল ইসলাম (৩০)। 

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, নিহত শরিফুলের ৫৭ শতাংশ ও সাইফুলের ৬০ শতাংশ দগ্ধ ছিল। 

এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক (৩০)। তাঁর শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিশগিরিপাড়া গ্রামে। 

শরিফুলের বাড়ি রংপুর সদর উপজেলার আসরতপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সামাদ। সাইফুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারুয়জানি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকত। 

বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ ও জাকারিয়া ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে এই ৫ জন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত