Ajker Patrika

রাজবাড়ীতে কৃষকের পেঁয়াজ-রসুন পানির নিচে, তথ্য নেই কৃষি অফিসে

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১: ৪০
রাজবাড়ীতে কৃষকের পেঁয়াজ-রসুন পানির নিচে, তথ্য নেই কৃষি অফিসে

টানা বৃষ্টি। বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। ডুবে গেছে পেঁয়াজ, রসুন, গম, আলু, সরিষাসহ বিভিন্ন আবাদি ফসল। 

দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী জেলা। এখানে সাধারণত দুই জাতের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। মুড়িকাটা ও হালি পেঁয়াজ। আর এক সপ্তাহ পরই মুড়িকাটা পেঁয়াজ ঘরে ওঠার কথা। তবে খেতে বৃষ্টির পানি জমে থাকায় পেঁয়াজ নষ্ট হওয়ায় আশঙ্কা করছেন চাষিরা। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন ক্ষতির আশঙ্কা কৃষকদের। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে তথ্য জেলা কৃষি অফিসে নেই। 
 
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় ফসলের খেতে এখনো পানি জমে আছে। এসব খেতে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন, বাঁধাকপিসহ বিভিন্ন ফসল। অনেক কৃষক খেত থেকে পানিনিষ্কাশনের জন্য নালা কাটছে। অনেকেই আবার বালতি দিয়ে পানি সেচছেন। 

কৃষক পিয়ার আলী বলেন, ‘এক বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেছিলাম। গত তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজ খেতে পানি জমে আছে। দু-এক দিনের মধ্যে জমে থাকা পানি সরে না গেলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে।’ 

আরেক কৃষক উসমান প্রামাণিক বলেন, ‘দুই বিঘা জমিতে টমেটো রোপণ করেছিলাম। এরই মধ্যে টমেটো ধরতে শুরু করেছে। আর কয়েক দিন পরে টমেটো বাজারে বিক্রি করতে পারব। কিন্তু খেতে পানি জমে রয়েছে। নালা কেটে পানি সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা খোঁজ নিতে আসে নাই।’ 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ উপপরিচালক এসএম শহীদ নুর আকবর জানান জেলার পাঁচটি উপজেলায় ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ, রসুন, গম, ছোলা, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য আবাদ হয়েছে। এর মধ্যে ৭ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। গত তিন দিনের টানা বৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, সেই তালিকা তাঁদের কাছে নেই। উপসহকারী কৃষি অফিসাররা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহ শেষে বলা যাবে কতটা ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত