Ajker Patrika

তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজের গায়ে আগুন, দগ্ধ স্বামীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৭
তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজের গায়ে আগুন, দগ্ধ স্বামীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া খলিল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আজ সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল থানা-পুলিশ নিহতের খবরটি তাঁকে জানান। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল রোববার বেলা ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর লতা আক্তার (৩২) ও খলিলুর রহমান খলিলকে (৪০) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই নারী জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন। 

লতা ঢাকার গুলশান এলাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিন মেয়ে। তাঁর সাবেক স্বামী খলিল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, লতা ও খলিল প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে করে সংসার শুরু করেন। একপর্যায়ে লতা জানতে পারেন খলিল পেশায় ড্রাইভার। তাঁর সঙ্গে প্রতারণার অভিযোগে দুই মাস আগে খলিলকে ডিভোর্স দেন লতা। এরপরও খলিল তাঁকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে গত মাসে গ্রামে সালিসও হয়। 

এদিকে গতকাল রোববার দুপুরে ওই নারীর বাবার বাড়ি মরজাল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন খলিল। এরপর লতা ও নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে লতাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। অপর দিকে খলিলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢামেকে নেওয়া হয়। 

রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তারপরও ঘটনার গভীরে আরও কী রয়েছে তদন্ত চলছে।’ 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘নরসিংদী থেকে দগ্ধ অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে আনা হলে আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করি। তাঁর শরীরে ৮০ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তাঁকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত