Ajker Patrika

কালকিনি উপজেলার নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

মাদারীপুর প্রতিনিধি
কালকিনি উপজেলার নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। 

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাহারুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে নব-নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. রহিমা খাতুন। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান। 

নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণপ্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানদের তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ড, বাল্য বিবাহ বন্ধে দৃঢ় ভূমিকা রাখতে হবে। 

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাজাহান খান, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত শরীফ সহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় লোকজন। 

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কালকিনি উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত