নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার প্রথম দিন সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম।
রাজধানীর মিরপুর, কল্যাণপুর, হাতিরপুল, রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারে ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
প্রচুর সরবরাহ থাকার পরেও সবজির বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে বাজারে আব্দুস সালাম বলেন, বাজারে সবজির কোনো কমতি নেই। প্রভাবও কঠোর নিষেধাজ্ঞার। সে হিসেবে সব সবজিরই দাম কমার কথা। কিন্তু সব সবজিরই দাম কিছুটা বেড়েছে। কোনরকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এ অবস্থা নিরসনে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান সালাম।
এদিকে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থগিতাদেশের আগে গত রোববার রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে সবজি পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় দাম বেড়েছে। তবে সরবরাহের সমস্যা না থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে কোনো সবজির কমতি নেই। আলু, পটল, করলা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। দাম বেড়ে প্রতি কেজি ঢেঁড়স, বেগুন, পটল, বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা গতকালও ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে ছিল। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আলু, পেঁপে, টমেটোও।
হাতিরপুল বাজারের বিক্রেতা আবুল কাশেম বলেন, গতকাল যে আলু ১৮ টাকায় বিক্রি করেছি তা আজ ২০ টাকা, পেঁপে ২৫ থেকে বেড়ে ৩০ টাকা আর টমেটো ২০ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।
তিনি বলেন, পাইকারিতে কারওয়ান বাজারে প্রতি পাল্লায় (৫ কেজি) সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে আমাদেরকে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। লাউয়ের দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে হয়েছে ৪০ থেকে ৬০ টাকা।
বাজারে পেঁয়াজ, আদা, রসুনের দাম নতুন করে বাড়েনি। প্রতিকেজি পেঁয়াজ ৩৫ টাকা, আদা ও রসুন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, কল্যাণপুর নতুন বাজারের মুদি দোকানি দিদার হোসেন বলেন, নিষেধাজ্ঞা ঘোষণার পরে তেল, চিনি, আটার মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজার খোলা থাকায় সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার প্রথম দিন সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম।
রাজধানীর মিরপুর, কল্যাণপুর, হাতিরপুল, রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারে ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
প্রচুর সরবরাহ থাকার পরেও সবজির বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে বাজারে আব্দুস সালাম বলেন, বাজারে সবজির কোনো কমতি নেই। প্রভাবও কঠোর নিষেধাজ্ঞার। সে হিসেবে সব সবজিরই দাম কমার কথা। কিন্তু সব সবজিরই দাম কিছুটা বেড়েছে। কোনরকম অজুহাত পেলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এ অবস্থা নিরসনে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান সালাম।
এদিকে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থগিতাদেশের আগে গত রোববার রাস্তায় অতিরিক্ত যানজটের কারণে সবজি পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় দাম বেড়েছে। তবে সরবরাহের সমস্যা না থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে কোনো সবজির কমতি নেই। আলু, পটল, করলা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। দাম বেড়ে প্রতি কেজি ঢেঁড়স, বেগুন, পটল, বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা গতকালও ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে ছিল। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আলু, পেঁপে, টমেটোও।
হাতিরপুল বাজারের বিক্রেতা আবুল কাশেম বলেন, গতকাল যে আলু ১৮ টাকায় বিক্রি করেছি তা আজ ২০ টাকা, পেঁপে ২৫ থেকে বেড়ে ৩০ টাকা আর টমেটো ২০ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।
তিনি বলেন, পাইকারিতে কারওয়ান বাজারে প্রতি পাল্লায় (৫ কেজি) সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে আমাদেরকে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। লাউয়ের দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে হয়েছে ৪০ থেকে ৬০ টাকা।
বাজারে পেঁয়াজ, আদা, রসুনের দাম নতুন করে বাড়েনি। প্রতিকেজি পেঁয়াজ ৩৫ টাকা, আদা ও রসুন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, কল্যাণপুর নতুন বাজারের মুদি দোকানি দিদার হোসেন বলেন, নিষেধাজ্ঞা ঘোষণার পরে তেল, চিনি, আটার মতো পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজার খোলা থাকায় সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে