নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে আটক দলের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হল রুমে সংবাদ সম্মেলনে আইনজীবীরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন পরিচালনা করা সংবিধানসিদ্ধ মৌলিক অধিকার। এরূপ অধিকার পালনে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো বাহিনীর বাধা দান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের, অন্যায়ভাবে গ্রেপ্তার করার কোনো অধিকার নেই। নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ছিল। বিদ্যমান আইনে ঢাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপি কমিশনারের অনুমতি গ্রহণের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও সমাবেশের বিষয়টি ডিএমপি কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়।
কায়সার কামাল বলেন, অতীতের মতো মহাসমাবেশ বানচাল করার লক্ষ্যে পুলিশ ক্ষমতাসীন দলের সহযোগিতায় এক সপ্তাহ আগে থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অসংখ্য নেতা–কর্মীকে গ্রেপ্তার করে। মিথ্যা মামলা দায়ের এবং পথে পথে নানা হয়রানি করা হয়।
এমনকি সমবেশপূর্ব রাতে তথাকথিত ককটেল উদ্ধারের নাটক সাজায় এবং সমাবেশের দিন ১২শর বেশি বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কাকরাইল মোড়ে বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের লোকদের আক্রমণে যুবদল নেতা শামিম মোল্লা নিহত হন। একজন পুলিশ কনস্টেবলও নিহত হন। পুলিশের টিয়ারসেলে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া পরদিন মৃত্যুবরণ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক গুরুতর আহত হন। ওই দিনের ঘটনায় ডিএমপির অধিভুক্ত বিভিন্ন থানায় ২৮টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। অথচ শামীম মোল্লা এবং সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা দায়ের হয়নি।
বিএনপির আইন সম্পাদক বলেন, ২৮ অক্টোবর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, মহাসচিবসহ অনেক নেতা-কর্মী গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া, বিএনপি অফিস তালাবদ্ধ করে রাখা সবই বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশার অংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী সুব্রত চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে আটক দলের নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হল রুমে সংবাদ সম্মেলনে আইনজীবীরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন পরিচালনা করা সংবিধানসিদ্ধ মৌলিক অধিকার। এরূপ অধিকার পালনে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো বাহিনীর বাধা দান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের, অন্যায়ভাবে গ্রেপ্তার করার কোনো অধিকার নেই। নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ছিল। বিদ্যমান আইনে ঢাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপি কমিশনারের অনুমতি গ্রহণের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও সমাবেশের বিষয়টি ডিএমপি কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়।
কায়সার কামাল বলেন, অতীতের মতো মহাসমাবেশ বানচাল করার লক্ষ্যে পুলিশ ক্ষমতাসীন দলের সহযোগিতায় এক সপ্তাহ আগে থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অসংখ্য নেতা–কর্মীকে গ্রেপ্তার করে। মিথ্যা মামলা দায়ের এবং পথে পথে নানা হয়রানি করা হয়।
এমনকি সমবেশপূর্ব রাতে তথাকথিত ককটেল উদ্ধারের নাটক সাজায় এবং সমাবেশের দিন ১২শর বেশি বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কাকরাইল মোড়ে বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের লোকদের আক্রমণে যুবদল নেতা শামিম মোল্লা নিহত হন। একজন পুলিশ কনস্টেবলও নিহত হন। পুলিশের টিয়ারসেলে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া পরদিন মৃত্যুবরণ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক গুরুতর আহত হন। ওই দিনের ঘটনায় ডিএমপির অধিভুক্ত বিভিন্ন থানায় ২৮টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। অথচ শামীম মোল্লা এবং সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা দায়ের হয়নি।
বিএনপির আইন সম্পাদক বলেন, ২৮ অক্টোবর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, মহাসচিবসহ অনেক নেতা-কর্মী গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া, বিএনপি অফিস তালাবদ্ধ করে রাখা সবই বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশার অংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী সুব্রত চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
গোপালগঞ্জে বাবা ও ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঠান্ডু সরদার (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। আহত বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে পরিত্যক্ত একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেকুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাঁদের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানো আদেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে ওই রাতেই কুষ্টিয়া মডেল থানায় নেওয়ার পর মামলায় তাঁদের গ্রেপ্তার
৩ মিনিট আগেচট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার...
৪ মিনিট আগেচিরকুটে লেখা রয়েছে, ‘সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। কার্ডের পিন (.......), টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। পরেরবার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ।’
১২ মিনিট আগে