নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সংবাদ প্রকাশের পর কোতোয়ালি থানার স্টেশন রোডের ইঞ্জিনিয়ারিং কলোনিতে চট্টগ্রাম রেলের টিকিট কালেক্টর গাজী মো. ফারহান সাদিকের অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের ভূ-সম্পত্তি বিভাগ।
এর আগে গত ১১ জানুয়ারি আজকের পত্রিকায় ‘প্রাচীর ভেঙে দোকান করে কর্মীর পকেটে ৯ কোটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার ১৩ দিনের মাথায় এই অভিযান চালানো হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাতটি সেমিপাকা, তিনজন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দশমিক শূন্য ৪ একর জায়গা উদ্ধার করা হয়। পরে রেলের ওই কর্মচারীকে শোকজ করেছে সংশ্লিষ্ট বিভাগ।’
ভূ-সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা জানান, স্টেশন রোডের ফলমন্ডি কলোনির এ/ ১২ (এ) নম্বর বাসাটি বরাদ্দ পেয়েছিলেন চট্টগ্রাম রেলের টিকিট কালেক্টর গাজী মো. ফারহান সাদিক। কিন্তু সেই বাসার ভেতরের কিছু অংশ ও বাইরে কলোনির সীমানাপ্রাচীর ভেঙে ৩০টি দোকান নির্মাণ করেন তিনি। শুধু তাই নয়, অবৈধভাবে তৈরি করা এসব দোকান ভাড়াও দেন। এ জন্য প্রত্যেক দোকানির কাছ থেকে অগ্রিম নিয়েছেন মোটা অঙ্কের অর্থ, যাকে চট্টগ্রামের ভাষায় বলে সেলামি।
মূলত বড় বড় সেমিপাকা এসব ঘরে কয়েকটি দোকান ভাগ করে ভাড়া দেওয়া হয়। এমনকি বিভিন্ন গোডাউনও ভাড়া দেন তিনি। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের এক প্রতিবেদনেও কলোনির সীমানাপ্রাচীর ভেঙে অবৈধভাবে দোকান ও গুদামঘর নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়। ভূ-সম্পত্তি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জায়গাটি পরিদর্শন করে ওই প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ইঞ্জিনিয়ারিং কলোনির সীমানাপ্রাচীর ভেঙে সেমিপাকা দোকান ও গুদাম নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে অবৈধভাবে। যে বাসাটিকে ঘিরে এসব স্থাপনা গড়ে উঠেছে, সেই বাসার প্রবেশপথে তালা লাগানো ছিল। তাই ভেতরে আরও কোনো অবৈধ স্থাপনা আছে কি না, তা জানা সম্ভব হয়নি। বাসাটিতে টিকিট কালেক্টর ফারহান সাদিক থাকেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংবাদ প্রকাশের পর কোতোয়ালি থানার স্টেশন রোডের ইঞ্জিনিয়ারিং কলোনিতে চট্টগ্রাম রেলের টিকিট কালেক্টর গাজী মো. ফারহান সাদিকের অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের ভূ-সম্পত্তি বিভাগ।
এর আগে গত ১১ জানুয়ারি আজকের পত্রিকায় ‘প্রাচীর ভেঙে দোকান করে কর্মীর পকেটে ৯ কোটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার ১৩ দিনের মাথায় এই অভিযান চালানো হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাতটি সেমিপাকা, তিনজন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দশমিক শূন্য ৪ একর জায়গা উদ্ধার করা হয়। পরে রেলের ওই কর্মচারীকে শোকজ করেছে সংশ্লিষ্ট বিভাগ।’
ভূ-সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা জানান, স্টেশন রোডের ফলমন্ডি কলোনির এ/ ১২ (এ) নম্বর বাসাটি বরাদ্দ পেয়েছিলেন চট্টগ্রাম রেলের টিকিট কালেক্টর গাজী মো. ফারহান সাদিক। কিন্তু সেই বাসার ভেতরের কিছু অংশ ও বাইরে কলোনির সীমানাপ্রাচীর ভেঙে ৩০টি দোকান নির্মাণ করেন তিনি। শুধু তাই নয়, অবৈধভাবে তৈরি করা এসব দোকান ভাড়াও দেন। এ জন্য প্রত্যেক দোকানির কাছ থেকে অগ্রিম নিয়েছেন মোটা অঙ্কের অর্থ, যাকে চট্টগ্রামের ভাষায় বলে সেলামি।
মূলত বড় বড় সেমিপাকা এসব ঘরে কয়েকটি দোকান ভাগ করে ভাড়া দেওয়া হয়। এমনকি বিভিন্ন গোডাউনও ভাড়া দেন তিনি। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের এক প্রতিবেদনেও কলোনির সীমানাপ্রাচীর ভেঙে অবৈধভাবে দোকান ও গুদামঘর নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়। ভূ-সম্পত্তি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জায়গাটি পরিদর্শন করে ওই প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ইঞ্জিনিয়ারিং কলোনির সীমানাপ্রাচীর ভেঙে সেমিপাকা দোকান ও গুদাম নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে অবৈধভাবে। যে বাসাটিকে ঘিরে এসব স্থাপনা গড়ে উঠেছে, সেই বাসার প্রবেশপথে তালা লাগানো ছিল। তাই ভেতরে আরও কোনো অবৈধ স্থাপনা আছে কি না, তা জানা সম্ভব হয়নি। বাসাটিতে টিকিট কালেক্টর ফারহান সাদিক থাকেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চট্টগ্রামের বহদ্দারহাটে একটি আস্তানায় অভিযান চালিয়ে ‘দুর্ধর্ষ এক সন্ত্রাসী’সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, এ সময় একটি গোপন টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং টর্চার সেলে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
৫ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৬ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৭ ঘণ্টা আগে