চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে চলমান ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গিয়াস উদ্দিন নামের এক নেতা। বর্তমানে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
মারধরে আহত গিয়াস উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অন্যদিকে অভিযুক্তরা হলেন—সিক্সটি নাইন গ্রুপের কর্মী আরিফ ও তাঁর সহপাঠীরা।
আহত ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনে বাংলার মুখ গ্রুপের শুভ্রের সঙ্গে সিক্সটি নাইন গ্রুপের আরিফের ঝগড়া চলছিল। তারা দুজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে শুভ্র আমার পূর্ব পরিচিত হওয়ায় আমি তাদের ঝামেলা মিটিয়ে দেই। তখন তারা দুজনই তা মেনে নেয়। কিন্তু এর মধ্যেই আরিফ তার গ্রুপের বন্ধু-বান্ধব ও সিনিয়রদের কল দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। একপর্যায়ে তাদের ১৫-২০ জন এসে আমাকে মারধর শুরু করে। ধারালো কোনো কিছু দিয়ে আমার চোখের ওপরে ও নিচে কেটে দেয়। পরে আমি বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা নিতে যাই। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আরিফ বলেন, ‘আমি ওই ভাইকে চিনি না। আমার সঙ্গে আরেক কর্মীর (শুভ্র) কথা-কাটাকাটি হয়েছিল। ও আমার গায়ে হাত দিয়েছিল। ব্যাপারটাকে বড় করে দেখার মতো কিছু না। যে ভাইটা আটকাইতে আসছিল, তিনি হয়তো ওই ভাই। আমি কাউকে মারিই নাই। ওনাকে যেহেতু চিনি না, আমি কেন মারতে যাব।’
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন চিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে চলমান ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গিয়াস উদ্দিন নামের এক নেতা। বর্তমানে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
মারধরে আহত গিয়াস উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অন্যদিকে অভিযুক্তরা হলেন—সিক্সটি নাইন গ্রুপের কর্মী আরিফ ও তাঁর সহপাঠীরা।
আহত ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনে বাংলার মুখ গ্রুপের শুভ্রের সঙ্গে সিক্সটি নাইন গ্রুপের আরিফের ঝগড়া চলছিল। তারা দুজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে শুভ্র আমার পূর্ব পরিচিত হওয়ায় আমি তাদের ঝামেলা মিটিয়ে দেই। তখন তারা দুজনই তা মেনে নেয়। কিন্তু এর মধ্যেই আরিফ তার গ্রুপের বন্ধু-বান্ধব ও সিনিয়রদের কল দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। একপর্যায়ে তাদের ১৫-২০ জন এসে আমাকে মারধর শুরু করে। ধারালো কোনো কিছু দিয়ে আমার চোখের ওপরে ও নিচে কেটে দেয়। পরে আমি বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা নিতে যাই। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আরিফ বলেন, ‘আমি ওই ভাইকে চিনি না। আমার সঙ্গে আরেক কর্মীর (শুভ্র) কথা-কাটাকাটি হয়েছিল। ও আমার গায়ে হাত দিয়েছিল। ব্যাপারটাকে বড় করে দেখার মতো কিছু না। যে ভাইটা আটকাইতে আসছিল, তিনি হয়তো ওই ভাই। আমি কাউকে মারিই নাই। ওনাকে যেহেতু চিনি না, আমি কেন মারতে যাব।’
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন চিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। সেই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম রব্বানী ওরফে তাজ (১৮)। গতকাল রোববার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাথী আকতার (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুস সালাম রতন উপজেলার পাড়িয়া ইউনিয়নের বঙ্গভিটা গ্রামের আবু হকের ছেলে। গৃহবধূ সাথী আকতার উপজেলার
১৮ মিনিট আগেপাহাড়ে ইউপিডিএফ, জেএসএস, কেএনএফসহ আঞ্চলিক দল ও সহযোগী সংগঠনগুলোর সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। আজ সোমবার সকালে পার্বত্য ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ থেকে এই দাবি তোলা হয়।
২৯ মিনিট আগেনওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামি ২২ মে থেকে এ জেলায় আম সংগ্রহ শুরু করা যাবে। ওই দিন থেকে কেবল গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে কৃষি কর্মকর্তা, স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়
৪০ মিনিট আগে