Ajker Patrika

ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বাসে আগুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বাসে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ বা প্রাণহানির কোন ঘটনা না ঘটলেও বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের নুরমার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
 
এদিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর চট্টগ্রামমুখী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চট্টগ্রামমুখী সড়কে দূর-পাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। আগুন নিয়ন্ত্রণের পর হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টার স্থায়ী যানজট স্বাভাবিক হয়। এতে আটকা পড়া চট্টগ্রামমুখী যানবাহনগুলো নিজ গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ এডিশন পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের নুরমার দিঘির পাড় এলাকা অতিক্রমকালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বাসটি মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে গেলে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে থাকেন। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। 
 
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, যাত্রীবাহী বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন লেগে যায়। তারা স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রাণহানি বা বড় ধরনের কোন ঘটনা না ঘটলেও বাসটি ও বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আগুন নেভানোর পর দুর্ঘটনাকবলিত বাসটি বার আউলিয়া হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর পর মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে যানজট স্বাভাবিক হওয়ার পাশাপাশি গন্তব্যর উদ্দেশ্যে ছেড়ে গেছে আটকা পড়া যানবাহনগুলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত