পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরামে বন্যার পানি অনেকটাই নেমে গেছে। এতে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কোথাও আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ সড়ক, কাঁচা রাস্তা, আবার কোথাও কালভার্ট ভেঙে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ ছাড়া বীজতলা, ফসলের মাঠ, মাছের ঘের, বেড়িবাঁধ, ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতিও নজরে পড়ছে।
উল্লেখ্য, পরশুরামে গত ৭ আগস্ট সোমবার দুপুরে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার চিথলিয়া ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম বন্যকবলিত হয়ে পড়ে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, পুকুরের মাছ, রাস্তা, বসতঘর, সবজিখেত ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগের দিন ৬ আগস্ট রোববার মুহুরী নদীর ফুলগাজী উপজেলায় বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেয়। ফুলগাজী উপজেলার সদরের বরইয়া ও দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ফেনী-পরশুরাম সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে, ফুলগাজী উপজেলার ১ হাজার ১৪৫টি পরিবারের ১৪ হাজার ৫০০ বাসিন্দা ও ১ হাজার ১৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায় ৫৫০ হেক্টর রোপা আমন, ১৫ হেক্টর সবজি, সাড়ে ৪৪ হেক্টর আয়তনের ৩৫০টি পুকুরের ২৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে।
পরশুরাম উপজেলার ৫৫০টি পরিবারের ২৬ হাজার বাসিন্দা ও ৫৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ১৬৫ হেক্টর রোপা আমন, ৫ হেক্টর সবজি, ৩০টি পুকুরের প্রায় ২০ টন মাছ ও সাড়ে ৪ টন পোনা ভেসে যায়।
পরশুরাম উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভুঁইয়া বলেন, উপজেলায় প্রায় ১৫-২০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকার আটটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করায় ক্ষতচিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ভাঙনের স্থান দিয়ে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয়রা কোনো রকমে পার হচ্ছেন। ক্ষতিগ্রস্ত রাস্তা ও ফসলি জমির ক্ষতও দৃশ্যমান হচ্ছে। মাছচাষিরা তাদের ক্ষতিগ্রস্ত পুকুরগুলোর পাড় মেরামতের কাজ শুরু করেছেন।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেন, বন্যার পানি নামতে শুরু করায় ক্ষয়ক্ষতির চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
পরশুরামে বন্যার পানি অনেকটাই নেমে গেছে। এতে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কোথাও আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ সড়ক, কাঁচা রাস্তা, আবার কোথাও কালভার্ট ভেঙে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ ছাড়া বীজতলা, ফসলের মাঠ, মাছের ঘের, বেড়িবাঁধ, ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতিও নজরে পড়ছে।
উল্লেখ্য, পরশুরামে গত ৭ আগস্ট সোমবার দুপুরে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার চিথলিয়া ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম বন্যকবলিত হয়ে পড়ে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, পুকুরের মাছ, রাস্তা, বসতঘর, সবজিখেত ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগের দিন ৬ আগস্ট রোববার মুহুরী নদীর ফুলগাজী উপজেলায় বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেয়। ফুলগাজী উপজেলার সদরের বরইয়া ও দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ফেনী-পরশুরাম সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে, ফুলগাজী উপজেলার ১ হাজার ১৪৫টি পরিবারের ১৪ হাজার ৫০০ বাসিন্দা ও ১ হাজার ১৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায় ৫৫০ হেক্টর রোপা আমন, ১৫ হেক্টর সবজি, সাড়ে ৪৪ হেক্টর আয়তনের ৩৫০টি পুকুরের ২৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে।
পরশুরাম উপজেলার ৫৫০টি পরিবারের ২৬ হাজার বাসিন্দা ও ৫৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ১৬৫ হেক্টর রোপা আমন, ৫ হেক্টর সবজি, ৩০টি পুকুরের প্রায় ২০ টন মাছ ও সাড়ে ৪ টন পোনা ভেসে যায়।
পরশুরাম উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভুঁইয়া বলেন, উপজেলায় প্রায় ১৫-২০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকার আটটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করায় ক্ষতচিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ভাঙনের স্থান দিয়ে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয়রা কোনো রকমে পার হচ্ছেন। ক্ষতিগ্রস্ত রাস্তা ও ফসলি জমির ক্ষতও দৃশ্যমান হচ্ছে। মাছচাষিরা তাদের ক্ষতিগ্রস্ত পুকুরগুলোর পাড় মেরামতের কাজ শুরু করেছেন।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেন, বন্যার পানি নামতে শুরু করায় ক্ষয়ক্ষতির চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে