সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে মায়ের কক্ষ থেকে মাহিদুল ইসলাম সিয়াম নামে ১৬ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুর মা ছামনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।
আজ বুধবার দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাবের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুটির দাদা আব্দুল ওহাব জানান, তাঁর ছেলে মোক্তার হোসেনের স্ত্রী ছামনা খাতুন সকাল ১০টার দিকে শিশুটিকে নিয়ে কক্ষে দরজা বন্ধ করে খাওয়াচ্ছিলেন। ঠিক কিছুক্ষণ পর তাঁর (ছেলের বউয়ের) কক্ষে শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে শিশু ও তার মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জ্ঞান ফিরে এলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছামনাকে থানায় নিয়ে যায়।
আব্দুল ওহাব আরও জানান, ছামনা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যা নিয়ে এলোমেলো কথাবার্তা বলছিলেন। চিকিৎসা করেও সুস্থ করতে পারেননি বলে জানান তিনি।
জানতে চাইলে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রহমান বলেন, অজ্ঞান অবস্থায় ছামনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মানসিক সমস্যা আছে কি না,, চিকিৎসা শেষে বলা যাবে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটির মুখমণ্ডলে কিছু আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবার জিনের হামলা বললেও বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির মা ছামনাকে আটক করা হয়েছে। শিশুটির বাবা মোক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি ঢাকায় থাকেন।
নোয়াখালীর সুবর্ণচরে মায়ের কক্ষ থেকে মাহিদুল ইসলাম সিয়াম নামে ১৬ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুর মা ছামনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।
আজ বুধবার দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাবের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুটির দাদা আব্দুল ওহাব জানান, তাঁর ছেলে মোক্তার হোসেনের স্ত্রী ছামনা খাতুন সকাল ১০টার দিকে শিশুটিকে নিয়ে কক্ষে দরজা বন্ধ করে খাওয়াচ্ছিলেন। ঠিক কিছুক্ষণ পর তাঁর (ছেলের বউয়ের) কক্ষে শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে শিশু ও তার মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জ্ঞান ফিরে এলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছামনাকে থানায় নিয়ে যায়।
আব্দুল ওহাব আরও জানান, ছামনা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যা নিয়ে এলোমেলো কথাবার্তা বলছিলেন। চিকিৎসা করেও সুস্থ করতে পারেননি বলে জানান তিনি।
জানতে চাইলে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রহমান বলেন, অজ্ঞান অবস্থায় ছামনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মানসিক সমস্যা আছে কি না,, চিকিৎসা শেষে বলা যাবে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটির মুখমণ্ডলে কিছু আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবার জিনের হামলা বললেও বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির মা ছামনাকে আটক করা হয়েছে। শিশুটির বাবা মোক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি ঢাকায় থাকেন।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে