Ajker Patrika

১৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার, মা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭: ১২
১৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার, মা আটক

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের কক্ষ থেকে মাহিদুল ইসলাম সিয়াম নামে ১৬ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুর মা ছামনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

আজ বুধবার দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাবের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিশুটির দাদা আব্দুল ওহাব জানান, তাঁর ছেলে মোক্তার হোসেনের স্ত্রী ছামনা খাতুন সকাল ১০টার দিকে শিশুটিকে নিয়ে কক্ষে দরজা বন্ধ করে খাওয়াচ্ছিলেন। ঠিক কিছুক্ষণ পর তাঁর (ছেলের বউয়ের) কক্ষে শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে শিশু ও তার মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জ্ঞান ফিরে এলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছামনাকে থানায় নিয়ে যায়।

আব্দুল ওহাব আরও জানান, ছামনা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যা নিয়ে এলোমেলো কথাবার্তা বলছিলেন। চিকিৎসা করেও সুস্থ করতে পারেননি বলে জানান তিনি। 

জানতে চাইলে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রহমান বলেন, অজ্ঞান অবস্থায় ছামনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মানসিক সমস্যা আছে কি না,, চিকিৎসা শেষে বলা যাবে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, শিশুটির মুখমণ্ডলে কিছু আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবার জিনের হামলা বললেও বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির মা ছামনাকে আটক করা হয়েছে। শিশুটির বাবা মোক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি ঢাকায় থাকেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত