Ajker Patrika

আবারও পুড়ল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৩০
আবারও পুড়ল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্ট-সংলগ্ন রোহিঙ্গা বসতির একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ও পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেছে।’ 

কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি। 

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীদের ভাষ্যমতে অন্তত ১২টি দোকান, ৩৫টি বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবির ভুট্টোর কয়েকটি ভাড়াঘর ও দোকান পুড়ে গেছে।’ 

উল্লেখ্য, এ বছর রোহিঙ্গা ক্যাম্পে এটি চতুর্থ অগ্নিকাণ্ডের ঘটনা। গত ১৭ জানুয়ারি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৩০টি ঘর। একই মাসের ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন হাজার রোহিঙ্গা। এর আগে গত ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতালেও আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটির ৭০ শয্যা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত