Ajker Patrika

দীঘিনালায় বিভিন্ন সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দী বহু পরিবার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২: ২০
দীঘিনালায় বিভিন্ন সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দী বহু পরিবার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। এতে মাইনী নদীর পানি বেড়ে দুই কূল ছাপিয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙ্গাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে রাস্তার বিভিন্ন অংশ।  কবাখালী ও মেরুং ইউনিয়নরে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বোয়ালখালী ও দীঘিনালা ইউনিয়নেও কিছু পরিবার পানিবন্দী হয়ে আছে।

মাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালায় পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবারকবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, ‘আমার ইউপিতে চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তাদের অনেকে এখন নিজেদের আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রে এখনো কেউ আসেনি।’ 

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘আমার ইউপিতে ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ পরিবার।’ 

উল্লেখ, সাজেক, বাঘাইছড়ি, লংগদু সড়কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই জায়গাগুলোর যান চলাচল বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত