Ajker Patrika

হবিগঞ্জে ২৪ জুলাই এনসিপির পদযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের আমিরচান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।

লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২৪ জুলাই হবিগঞ্জ আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই বিকেল ৪টায় হবিগঞ্জ শহরের নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে শহরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আমাদের পদযাত্রাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আমাদের আশ্বাস প্রদান করেছেন, তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক ও হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি হবিগঞ্জের সদস্যসচিব অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত