Ajker Patrika

নোয়াখালীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

আর মাত্র ছয় ঘণ্টা বাকি কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এ ব্রাজিল-সার্বিয়ার খেলার। ইতিমধ্যে ব্রাজিলের সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের শোভাযাত্রা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার হাসপাতাল গেট থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেঁপু বাজিয়ে শোভাযাত্রাটি উপজেলা সদর বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। এ সময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিল।

ব্রাজিলের সমর্থক আশরাফুল ইসলাম বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এ দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলকে সমর্থন করি। তাইতো বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এ শোভাযাত্রার আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।’ 

অপর সমর্থক শাহাদাত হোসেন বলেন, ব্রাজিল সাপোর্টার্স অফ কোম্পানীগঞ্জ নামক ফেসবুক গ্রুপের আয়োজনে ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহণে মোটর শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত