Ajker Patrika

মা ও ছেলেকে অ্যাসিড নিক্ষেপ, তিনজনের ৮ বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২২: ০৬
মা ও ছেলেকে অ্যাসিড নিক্ষেপ, তিনজনের ৮ বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এতে আসামিদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। তাঁরা হলেন নাসিরনগরের ভলাকুট গ্রামের নক্কু খান, উজ্জল খান ও সোহাগ মিয়া। 

আদালত সূত্রে জানা গেছে, ভলাকুট গ্রামের সুমা বেগম স্বামী জহির খানের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন। এতে জহিরকে কারাগারে পাঠানো হয়। এর জেরে তাঁর বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সুমা ও তাঁর ছেলে আকাশ খানের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তাঁরা দুজনই আহত হন। এ ঘটনায় সুমা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে আট বছর করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, অ্যাসিড নিক্ষেপের মতো ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তাঁরা সন্তুষ্ট। 

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছেন তাতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত