Ajker Patrika

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর চাটখিলের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ব্যবসায়ী উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব নগরের কাজী ফখরুল ইসলাম হুমায়ুন (৬৫)।

হুমায়ুনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক জানান, গত ৯ জুন সন্ত্রাসীরা হুমায়ুনের দক্ষিণ আফ্রিকার ব্যাক ফান্ড খালেছদাল শহরের বাসায় ঢুকে তাঁকে গুলি করে। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন বিকেলে মারা যান।

গতকাল রোববার রাতে হুমায়ুনের মরদেহ ঢাকায় আনা হয়। আজ সোমবার সকালে কাজী ফখরুল ইসলাম হুমায়ুনের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত