Ajker Patrika

নোয়াখালীতে মাদক কারবারির বাড়িতে অভিযান, গ্রেপ্তার ৩ 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে মাদক কারবারির বাড়িতে অভিযান, গ্রেপ্তার ৩ 

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের ওরালি ভূঁইয়া বাড়িতে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের চাটখিল থানার মাধ্যমে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওরালি ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে নূর হোসেন মনির (৪৯), একই গ্রামের আন্তিয়ার বাড়ির মফিজুল হকের ছেলে বাবুল (৪৫) ও ইয়াছিন হাজী বাড়ির মহসিনের ছেলে হারুন (৪৯)। 

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা, ১০ বোতল ভারতীয় মদ। এছাড়া দুটি স্মার্ট মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ও মাদকদ্রব্য বিক্রির নগদ ১ লাখ ৭২ হাজার ৫৬০ টাকাও জব্দ করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে মাদক উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে নোয়াখলা ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি নূর হোসেন মনির বাড়ির একটি ঘরে অভিযান চালিয়ে মনিরহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘরের স্টিলের একটি শোকেস ও খাটের নিচ থেকে উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা করা হয়েছে। থানার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত