নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নের ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর প্রার্থীর এজেন্টরা গোপন কক্ষে প্রবেশ করে মেশিনে চাপ দিয়ে ভোট সম্পন্ন করছেন বলে অভিযোগ উঠেছে, যার প্রমাণ মিলেছে গণমাধ্যমকর্মীদের ক্যামেরায়। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো কেন্দ্রে সংঘর্ষ বা আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সবগুলো কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর একজন প্রার্থীর এজেন্ট ভোটারদের সঙ্গে গোপন কক্ষে প্রবেশ করে ভোট গ্রহণ সম্পন্ন করছেন। তবে ওই এজেন্ট কোন প্রার্থীর তা নিশ্চিত করতে পারেননি ভোটাররা। এসব বিষয় নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে এজেন্ট, পোলিং, সহকারী প্রিসাইডিং ও প্রিসাইডিং কর্মকর্তার বাগ্বিতণ্ডা হতেও দেখা গেছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে প্রায় ৫০টি।
কয়েকজন নারী ভোটার অভিযোগ করেন, ভোট দেওয়ার জন্য শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোরবেলা থেকে এসে চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রথমে দায়িত্বরতরা আইডি কার্ড দেখে তাঁদের আঙুলের ছাপ নেন। পরে গোপন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে একজন এজেন্ট গোপন কক্ষে এসে বোতাম চেপে ভোট সম্পন্ন করে তাঁদের বুথ থেকে বের করে দেন। এ বিষয়ে একাধিক ভোটার প্রিসাইডিং কর্মকর্তাকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ তাঁদের। ভোটের অনিয়ম নিয়ে কেন্দ্রের বাইরে থাকা সাধারণ ভোটার ও প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কেন্দ্র পরিদর্শনে যাওয়া সাংবাদিকদের চোখে এমন দৃশ্য ধরা পড়লে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন টিপুকে জানানোর পর উনি বিষয়টি এড়িয়ে যান। তিনি দাবি করেন, নির্বাচনে দায়িত্বরত পোলিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। অনিয়মের অভিযোগ পেয়ে এরই মধ্যে তিনি দুজন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বলেও দাবি এই কর্মকর্তার।
রিটার্নিং কর্মকর্তা জুলকার নাঈম বলেন, ‘চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটের বুথে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের প্রতিনিধিদল পাঠানো হয়েছে। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাকে মৌখিক সতর্ক করা হয়েছে।’
প্রসঙ্গত, তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মপুর ইউনিয়নে মোট ভোটার ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নের ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর প্রার্থীর এজেন্টরা গোপন কক্ষে প্রবেশ করে মেশিনে চাপ দিয়ে ভোট সম্পন্ন করছেন বলে অভিযোগ উঠেছে, যার প্রমাণ মিলেছে গণমাধ্যমকর্মীদের ক্যামেরায়। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো কেন্দ্রে সংঘর্ষ বা আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সবগুলো কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে আঙুলের ছাপ নেওয়ার পর একজন প্রার্থীর এজেন্ট ভোটারদের সঙ্গে গোপন কক্ষে প্রবেশ করে ভোট গ্রহণ সম্পন্ন করছেন। তবে ওই এজেন্ট কোন প্রার্থীর তা নিশ্চিত করতে পারেননি ভোটাররা। এসব বিষয় নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে এজেন্ট, পোলিং, সহকারী প্রিসাইডিং ও প্রিসাইডিং কর্মকর্তার বাগ্বিতণ্ডা হতেও দেখা গেছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে প্রায় ৫০টি।
কয়েকজন নারী ভোটার অভিযোগ করেন, ভোট দেওয়ার জন্য শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোরবেলা থেকে এসে চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রথমে দায়িত্বরতরা আইডি কার্ড দেখে তাঁদের আঙুলের ছাপ নেন। পরে গোপন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে একজন এজেন্ট গোপন কক্ষে এসে বোতাম চেপে ভোট সম্পন্ন করে তাঁদের বুথ থেকে বের করে দেন। এ বিষয়ে একাধিক ভোটার প্রিসাইডিং কর্মকর্তাকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ তাঁদের। ভোটের অনিয়ম নিয়ে কেন্দ্রের বাইরে থাকা সাধারণ ভোটার ও প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কেন্দ্র পরিদর্শনে যাওয়া সাংবাদিকদের চোখে এমন দৃশ্য ধরা পড়লে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন টিপুকে জানানোর পর উনি বিষয়টি এড়িয়ে যান। তিনি দাবি করেন, নির্বাচনে দায়িত্বরত পোলিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। অনিয়মের অভিযোগ পেয়ে এরই মধ্যে তিনি দুজন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বলেও দাবি এই কর্মকর্তার।
রিটার্নিং কর্মকর্তা জুলকার নাঈম বলেন, ‘চর উরিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটের বুথে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের প্রতিনিধিদল পাঠানো হয়েছে। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাকে মৌখিক সতর্ক করা হয়েছে।’
প্রসঙ্গত, তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মপুর ইউনিয়নে মোট ভোটার ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে