Ajker Patrika

ঘূর্ণিঝড় ‘মিধিলি’: চাঁদপুরে গাছ পড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, স্বাভাবিক নৌ চলাচল

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১: ২৩
ঘূর্ণিঝড় ‘মিধিলি’: চাঁদপুরে গাছ পড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, স্বাভাবিক নৌ চলাচল

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে গাছ উল্টে বিদ্যুৎ সরবরাহ সঞ্চালন লাইনের ওপরে পড়েছে। এতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় মেরামত করে লাইন চালু করা হলেও কিছু কিছু জায়গা এখনো বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া শহরের বঙ্গবন্ধু সড়ক ও পুরান বাজার সেতুসংলগ্ন এলাকায় গাছ সড়কে পড়ে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৯ মিলিমিটার। 

আজ শনিবার সকালে চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা মো. শামসুল আলম জানান, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৯ মিলিমিটার। শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্তই রেকর্ড হয় ১৪১ মিলিমিটার বৃষ্টি। তবে শনিবার ভোরেই সূর্যের আলো দেখা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে চালু হয়েছে চাঁদপুর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান। 

শহরের বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা কবির হোসেন জানান, শুক্রবার দুপুরে বাতাসের গতি বেড়ে যায়। যার ফলে এই সড়কে গাছ উল্টে পড়ে এবং একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। দুপুর থেকেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

শহরের গুয়াখোলা এলাকার বাসিন্দা ওমর ফারুক জানান, শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড়ের ফলে বাতাসের তীব্রতা বেড়ে যায়। যে কারণে এলাকার বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে ঝুলে পড়ে। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে তাৎক্ষণিক জানানো হয়। 

এদিকে বিকেলে শহরের পুরান বাজার ব্রিজ-সংলগ্ন এলাকায় একটি বড় গাছ উল্টে সড়কে পড়ে। স্থানীয় বাসিন্দা শেখ আল মামুন জানান, গাছ উল্টে সড়কে পড়লে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে অপসারণ করা হয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল সাড়ে ৭টা থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়মিত লঞ্চগুলো ছেড়ে যাবে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোকতাদির জানান, ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতেই কয়েক স্থানে মেরামত করে লাইন চালু করা হয়। আজকে বাকি লাইনগুলো দেখে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত