Ajker Patrika

গোপালগঞ্জ কারাগারে হামলার ঘটনায় মামলা, আইনজীবী–নেতাসহ আসামি ১১৬১

গোপালগঞ্জ সংবাদদাতা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২১: ০৮
গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের অবস্থা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের অবস্থা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় অজ্ঞাতনামা আরও ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে। তবে বেশ কয়েকজন আসামির নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, আইনজীবী মুন্সি আতিয়ার রহমান, জয়ন্ত কুমার চক্রবর্তী, সাদিদ বিপ্লব, কালিমুল্লাহ, দেলোয়ার হোসেন সরদার, এস এম আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আশিক জামান উপল, এনামুল হক ডাবলু, এস এম মুনির হিটলার ও ইকবাল হোসেন।

তবে ঘটনার সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের খাস কামরায় অভিযুক্ত আইনজীবীরা অবস্থান করছিলেন বলে দাবি এম এম নাসির আহমেদের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা সব আইনজীবী জেলা জজের খাস খামরায় অবস্থান করছিলাম। সেখানের সিসিটিভি ফুটেজও হয়তো আছে। তারপরও আমাদের কেন আসামি করা হলো, বিষয়টি আমার বোধগম্য নয়। আমাদের মোট ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে মামলার বাদী ও কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তানিয়া জামানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত