Ajker Patrika

নোয়াখালীতে ট্রাকচাপায় নোবিপ্রবি শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৩
Thumbnail image

নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় ট্রাকচাপায় অজয় মজুমদার (২৩) নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় মজুমদার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যচরবাটা এলাকার বাদল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সোনাপুর জিরো পয়েন্ট থেকে সিএনজিযোগে মান্নান নগরের দিকে যাচ্ছিলেন অজয়। সিএনজিটি জিরো পয়েন্ট থেকে যাত্রা করলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে সামনে পড়ে। এ সময় সিএনজিচালক গাড়িটি দ্রুত ট্রাকের সামনে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে যান অজয়। পরে ওই ট্রাকটি সড়কে পড়ে যাওয়া অজয়কে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজয়কে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার প্রতিবাদে বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সোনাপুর-মাইজদী সড়ক অবরোধ করে রেখেছেন। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে গাড়িটি চিহ্নিত করে চালকসহ আটকের চেষ্টা চলছে। 

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকালপ্রয়াণ কষ্ট ও বেদনার। তাঁর পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। দুর্ঘটনায় একটি সম্ভাবনার মৃত্যু ঘটল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত