Ajker Patrika

সীতাকুণ্ডে গলায় কাচের গ্লাস ঢুকে কৃষকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ২২
সীতাকুণ্ডে গলায় কাচের গ্লাস ঢুকে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ওপর থেকে ছিটকে পড়ে ফ্লোরে থাকা কাচের গ্লাস ভেঙে গলায় ঢুকে জয়নাল আবেদীন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার চাঁন মিয়া মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন চাঁন মিয়া মোল্লাবাড়ির ফোরক আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইফতারের পর স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জয়নাল আবেদীনের। বাগ্বিতণ্ডার দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে ফাঁস নেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে যান। তাঁকে ওপর থেকে নামানোর সময় তিনি নিচে ছিটকে পড়েন। এতে ফ্লোরে থাকা কাচের গ্লাস ভেঙে গলায় ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জয়নাল আবেদীনের ছেলে মো. কামরুল হোসেন জানান, তাঁর বাবা ইফতার করার দেড় ঘণ্টা পর তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে বাবাকে ফাঁসের দড়ি খুলে নামানোর সময় তিনি ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন। এতে গ্লাস ভেঙে তাঁর গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন কৃষক জয়নাল। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে ফাঁসির দড়ি থেকে খুলে নিচে নামানোর সময় হঠাৎ তাঁদের হাত থেকে ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন। এতে গ্লাস ভেঙে তাঁর গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয় এবং পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল করিম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম আজাদ ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত