কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেছেন, ‘ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি-বিচ্যুতি, ছোটখাটো বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা রেশনের দিক দিয়ে হোক, ভাতার দিক দিয়ে হোক, নিয়োগের দিক দিয়ে হোক বা পোশাকের বা অন্য সুবিধাগুলোর দিকে হোক, মহাপরিচালক তা কার্যকরভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপপরিচালক বলেন, ‘সদর দপ্তরের পক্ষ থেকে বলতে পারি স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে। তারপরও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আপনারা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।’
কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেন, ‘দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাবে। এরপর ব্যক্তিগত স্বার্থ। যদি এই নীতি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা—এই মূলনীতি বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।’
কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ভাতাভোগী ৪৫০ জন আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্য এই জেলা সমাবেশে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের ৭টি বাইসাইকেল, ৬টি সেলাই মেশিন এবং ৬০টি ছাতা উপহার দেওয়া হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান। সভাপতিত্ব করেন জেলা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেছেন, ‘ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি-বিচ্যুতি, ছোটখাটো বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা রেশনের দিক দিয়ে হোক, ভাতার দিক দিয়ে হোক, নিয়োগের দিক দিয়ে হোক বা পোশাকের বা অন্য সুবিধাগুলোর দিকে হোক, মহাপরিচালক তা কার্যকরভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপপরিচালক বলেন, ‘সদর দপ্তরের পক্ষ থেকে বলতে পারি স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে। তারপরও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আপনারা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।’
কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেন, ‘দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাবে। এরপর ব্যক্তিগত স্বার্থ। যদি এই নীতি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা—এই মূলনীতি বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।’
কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ভাতাভোগী ৪৫০ জন আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্য এই জেলা সমাবেশে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের ৭টি বাইসাইকেল, ৬টি সেলাই মেশিন এবং ৬০টি ছাতা উপহার দেওয়া হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান। সভাপতিত্ব করেন জেলা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।
রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে১৭ বছর প্রবাসে ছিলেন মোরশেদ মিয়া (৫০)। পাঁচ মেয়ের বাবা তিনি। একটি ছেলেসন্তানের আশায় শিশু অপহরণ চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। অসহায় এক নারীর ১৫ মাসের ছেলেকে চুরি করিয়ে নিজের ঘরে নিয়ে আসেন তিনি। তবে তাঁকে যেতে হয়েছে কারাগারে। শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূল হোতা
২৮ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়মবহির্ভূতভাবে নদীর পাড় ঘেঁষে বালু তোলার সময় বাধা দেওয়ায় এলাকাবাসীকে লক্ষ্য করে দুই দফায় প্রায় অর্ধশত রাউন্ড গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন একজন। একটি ড্রেজার আটক করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ষোনআনী বিদ্যুৎকেন্দ্র
৩৬ মিনিট আগেসিলেটে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
৪২ মিনিট আগে