কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেছেন, ‘ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি-বিচ্যুতি, ছোটখাটো বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা রেশনের দিক দিয়ে হোক, ভাতার দিক দিয়ে হোক, নিয়োগের দিক দিয়ে হোক বা পোশাকের বা অন্য সুবিধাগুলোর দিকে হোক, মহাপরিচালক তা কার্যকরভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাপরিচালক বলেন, ‘সদর দপ্তরের পক্ষ থেকে বলতে পারি স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে। তারপরও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আপনারা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।’
কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেন, ‘দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাবে। এরপর ব্যক্তিগত স্বার্থ। যদি এই নীতি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা—এই মূলনীতি বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।’
কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ভাতাভোগী ৪৫০ জন আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্য এই জেলা সমাবেশে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের ৭টি বাইসাইকেল, ৬টি সেলাই মেশিন এবং ৬০টি ছাতা উপহার দেওয়া হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান। সভাপতিত্ব করেন জেলা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেছেন, ‘ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি-বিচ্যুতি, ছোটখাটো বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা রেশনের দিক দিয়ে হোক, ভাতার দিক দিয়ে হোক, নিয়োগের দিক দিয়ে হোক বা পোশাকের বা অন্য সুবিধাগুলোর দিকে হোক, মহাপরিচালক তা কার্যকরভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাপরিচালক বলেন, ‘সদর দপ্তরের পক্ষ থেকে বলতে পারি স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে। তারপরও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আপনারা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।’
কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেন, ‘দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাবে। এরপর ব্যক্তিগত স্বার্থ। যদি এই নীতি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা—এই মূলনীতি বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।’
কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ভাতাভোগী ৪৫০ জন আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্য এই জেলা সমাবেশে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের ৭টি বাইসাইকেল, ৬টি সেলাই মেশিন এবং ৬০টি ছাতা উপহার দেওয়া হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান। সভাপতিত্ব করেন জেলা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে