Ajker Patrika

নোয়াখালীতে বাসচাপায় শিশুসহ ২ জনের প্রাণহানি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বাসচাপায় শিশুসহ ২ জনের প্রাণহানি

নোয়াখালী পৌর এলাকায় বাসচাপায় শিশুসহ এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদাউস (৮) সে সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর (৬০) নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ছেলে-মেয়েসহ স্ত্রীকে নিয়ে ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন ব্যবসায়ী জাকের হোসেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে জান্নাতুল ফেরদাউস ছিল বড়। বিকেলে ওই নারীর সঙ্গে বাসার সামনে মাইজদী-সোনাপুর সড়ক পার হওয়ার সময় সোনাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশুর বাবা জাকের হোসেন বলেন, ‘ভ্যান গাড়ি করে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা করেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার বাসা থেকে বের হয়ে আসার পর আর বাসায় যাননি তিনি। সন্ধ্যায় লোকজনের মাধ্যমে তার মেয়ের কথা শুনতে পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান।’ 

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশুকে চাপা দেওয়া গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় স্থানীয়রা আটকাতে পারেননি। নিহতের মৃতদেহ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত