আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে। অভিযুক্ত রিপন হাওলাদার (২৫) উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে। দুই মাস আগে তাঁর সঙ্গে বাগধার সোনিয়া খানমের (২০) বিয়ে হয়।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক দিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রিপন। সে সময়ই প্রথম তিনি স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে তাঁর ছোট বোন রানিয়া খানমকে (১৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
সর্বশেষ ১০ জুন রাতে একই কৌশলে স্ত্রী সোনিয়াকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন রিপন। পরে রানিয়ার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রানিয়ার গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে এলে রিপন পালিয়ে যান।
ঘটনার পরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ‘মীমাংসা’র চেষ্টা চালান। ওই সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খানকে (আপাং) লাঞ্ছিত করেন রানিয়ার মা জেসমিন বেগম।
রিপনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুংকর মল্লিক বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী মামলা রেকর্ড করতে চান, সে জন্য তাঁরা নতুন করে অভিযোগ জমা দেওয়ার কথা বলেছেন।’
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে। অভিযুক্ত রিপন হাওলাদার (২৫) উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে। দুই মাস আগে তাঁর সঙ্গে বাগধার সোনিয়া খানমের (২০) বিয়ে হয়।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক দিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রিপন। সে সময়ই প্রথম তিনি স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে তাঁর ছোট বোন রানিয়া খানমকে (১৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
সর্বশেষ ১০ জুন রাতে একই কৌশলে স্ত্রী সোনিয়াকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন রিপন। পরে রানিয়ার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রানিয়ার গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে এলে রিপন পালিয়ে যান।
ঘটনার পরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ‘মীমাংসা’র চেষ্টা চালান। ওই সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খানকে (আপাং) লাঞ্ছিত করেন রানিয়ার মা জেসমিন বেগম।
রিপনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুংকর মল্লিক বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী মামলা রেকর্ড করতে চান, সে জন্য তাঁরা নতুন করে অভিযোগ জমা দেওয়ার কথা বলেছেন।’
নাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক যুবককে খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই এর রহস্য উন্মোচন করেছে র্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলেন নাটোরের সিংড়া
১ সেকেন্ড আগেরাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেও অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার (২ আগস্ট) সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানান ফায়ার
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেদ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
৩৫ মিনিট আগে