নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বপন কুমার সরকার (৪৭)। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে ধরা পড়ে তার দুটি কিডনিই বিকল। বিভিন্ন জায়গায় খোঁজ করে যখন কিডনি মেলেনি। তখন এগিয়ে আসেন তার স্ত্রী মায়া রানী সরকার। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন মায়া।
স্বপন কুমার সরকার উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের যদুমোহন সরকারের ছেলে। বর্তমানে স্বপন ও তাঁর স্ত্রী মায়া রানী সরকার ঢাকা কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। স্বামীর জন্য স্ত্রীর এমন ত্যাগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে বিয়ে হয় স্বপন-মায়া দম্পতির। বিয়ে করেছেন একে অপরকে ভালোবেসে। বর্তমানে তাঁদের রয়েছে দুই সন্তান। বড় ছেলে দীপ্ত সরকার (১৮) এ বছর এইচএসসি পাশ করেছে আর ছোট ছেলে শান্ত সরকার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
জানা যায়, স্বপন কুমার সরকার মেঘনা গ্রুপের একটি বেসরকারি কোম্পানিতে চাকরিকালে কিডনিতে সমস্যা ধরা পড়ে। পরীক্ষা করে জানত পারেন তাঁর দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। শুরু হয় ডায়ালাইসিস। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসহ ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নেন। বেঁচে থাকতে হলে স্বপন সরকারের কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে ডাক্তার পরামর্শ দেন। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি কিডনি। পরে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিয়ে দেন মায়া রানী। অবশেষে গত বুধবার তাঁদের কিডনি প্রতিস্থাপন হয়।
স্বপন সরকারের ভাই মৃণাল কান্তি সরকার বলেন, ‘আমার ভাইয়ের জীবন বাঁচাতে আমার বৌদি নিজের একটি কিডনি দিয়েছেন। এখন তারা হাসপাতালে সুস্থ আছেন। বৌদি স্বেচ্ছায় তাঁর স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিয়েছে। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর ঘটনায় এলাকায় অনেকে ওই গৃহবধূর প্রশংসা করছেন।’
এ বিষয়ে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার মিয়া বলেন, ‘এ ঘটনা আমিও শুনেছি। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানো এটা আসলেই প্রশংসনীয় ব্যাপার। সচরাচর এমন ঘটনা আমাদের সমাজে লক্ষ্য করা যায় না।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বপন কুমার সরকার (৪৭)। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে ধরা পড়ে তার দুটি কিডনিই বিকল। বিভিন্ন জায়গায় খোঁজ করে যখন কিডনি মেলেনি। তখন এগিয়ে আসেন তার স্ত্রী মায়া রানী সরকার। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন মায়া।
স্বপন কুমার সরকার উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের যদুমোহন সরকারের ছেলে। বর্তমানে স্বপন ও তাঁর স্ত্রী মায়া রানী সরকার ঢাকা কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। স্বামীর জন্য স্ত্রীর এমন ত্যাগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে বিয়ে হয় স্বপন-মায়া দম্পতির। বিয়ে করেছেন একে অপরকে ভালোবেসে। বর্তমানে তাঁদের রয়েছে দুই সন্তান। বড় ছেলে দীপ্ত সরকার (১৮) এ বছর এইচএসসি পাশ করেছে আর ছোট ছেলে শান্ত সরকার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
জানা যায়, স্বপন কুমার সরকার মেঘনা গ্রুপের একটি বেসরকারি কোম্পানিতে চাকরিকালে কিডনিতে সমস্যা ধরা পড়ে। পরীক্ষা করে জানত পারেন তাঁর দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। শুরু হয় ডায়ালাইসিস। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসহ ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নেন। বেঁচে থাকতে হলে স্বপন সরকারের কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে ডাক্তার পরামর্শ দেন। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি কিডনি। পরে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিয়ে দেন মায়া রানী। অবশেষে গত বুধবার তাঁদের কিডনি প্রতিস্থাপন হয়।
স্বপন সরকারের ভাই মৃণাল কান্তি সরকার বলেন, ‘আমার ভাইয়ের জীবন বাঁচাতে আমার বৌদি নিজের একটি কিডনি দিয়েছেন। এখন তারা হাসপাতালে সুস্থ আছেন। বৌদি স্বেচ্ছায় তাঁর স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিয়েছে। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর ঘটনায় এলাকায় অনেকে ওই গৃহবধূর প্রশংসা করছেন।’
এ বিষয়ে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার মিয়া বলেন, ‘এ ঘটনা আমিও শুনেছি। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানো এটা আসলেই প্রশংসনীয় ব্যাপার। সচরাচর এমন ঘটনা আমাদের সমাজে লক্ষ্য করা যায় না।’
বগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
১৪ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগেএবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
১ ঘণ্টা আগেনড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মুসা খন্দকারকে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার মামলার রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে