Ajker Patrika

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ চারজনের মৃত্যুদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৬: ৪৪
ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ চারজনের মৃত্যুদণ্ড 

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি ফরিদুল আলম। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩-এর মো. বশির আহমদের ছেলে মোহাম্মদ আয়াজ (৩৪), কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৩৭), খাগড়াছড়ি জেলার মানিকছড়ির পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭)। 

রায় ঘোষণার সময় আয়াজ ও বিল্লাল  আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক রয়েছেন।  

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় র‍্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝির ঘাটের খুরুশকুল ব্রিজ এলাকায় একটি ফিশিং ট্রলার থেকা আয়াজ ও বিল্লালকে আটক করে। 

র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যান। পরে ট্রলারটি তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা, ১০ হাজার নগদ টাকা ও ট্রলারটি জব্দ করা হয়। 

এ ঘটনায় র‍্যাব-১৫-এর নায়েব সুবেদার মো. হারুনুর রশীদ বাদী হয়ে আটক দুই জনসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫-এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার ২০২১ সালের ১০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, সাক্ষ্য-প্রমাণে এই মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত