লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রায়পুরে মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে রায়পুর থানায় তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন।
মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ ভোরে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের ঘটনার পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ধর্ষণ মামলায় আলমগীর হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি মধ্যরাতে মিলন হাওলাদার, আলমগীর হোসেনসহ আরও একজন ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে তাঁরা জানান, তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে তিনজন ধর্ষণ করেন। এ সময় ওই নারীর আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করতে গেলে আলমগীর হোসেনকে আটক করে স্থানীয় লোকজন। পরে গরু চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক হন। গরু চুরির মামলায় সে কারাগারে রয়েছেন। ধর্ষণের মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
লক্ষ্মীপুরে রায়পুরে মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে রায়পুর থানায় তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন।
মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ ভোরে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের ঘটনার পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ধর্ষণ মামলায় আলমগীর হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি মধ্যরাতে মিলন হাওলাদার, আলমগীর হোসেনসহ আরও একজন ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে তাঁরা জানান, তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে তিনজন ধর্ষণ করেন। এ সময় ওই নারীর আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করতে গেলে আলমগীর হোসেনকে আটক করে স্থানীয় লোকজন। পরে গরু চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক হন। গরু চুরির মামলায় সে কারাগারে রয়েছেন। ধর্ষণের মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা আজাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ মিনিট আগেপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি ৫ হাজার সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্র্যাকেট তুলে দিয়ে আরও ১৩ হাজার সহকারী শিক্ষক
২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগেনরসিংদীতে নিজের ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধারের পর প্রায় ৬ কিলোমিটার দূরে পাওয়া গেছে তাঁর পলাতক স্বামীর ঝুলন্ত মরদেহ। নিহত দম্পতি হলেন সদর উপজেলার বালুসাইর গ্রামের রাজু মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মানছুরা বেগম (৩৮)। গতকাল শুক্রবার রাতে ঘরে মানছুরার ও আজ শনিবার সকালে বাবুরহাটে রাজ
২৩ মিনিট আগে