Ajker Patrika

দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ মে ২০২৫, ২১: ১৬
বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দির সড়কে জলাবদ্ধতা। আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: হেলাল সিকদার
বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দির সড়কে জলাবদ্ধতা। আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: হেলাল সিকদার

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কয়েক দিন ধরে চলা তীব্র গরমে কিছুটা হলেও আরাম পাচ্ছে নগরবাসী। তবে বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে নগরের পতেঙ্গা আবহাওয়া অফিস।

বৃষ্টিতে নগরের জিইসি মোড়, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, ডিসি রোডসহ নগরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পড়েছেন ভোগান্তিতে।

এ বিষয়ে বাকলিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা জান্নাত বলে, ‘সকালে রোদ ছিল, সেই সঙ্গে প্রচণ্ড গরমও। সে কারণে ছাতা নিয়ে বের হইনি। এখন স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। বিপদে পড়ে গেলাম।’

বেসরকারি চাকরিজীবী মো. জিয়াউল হাসান বলেন, ‘জলাবদ্ধতা চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা। বর্ষার আগে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বলা হয়, “এই বছর জলাবদ্ধতার সমস্যা হবে না।” কিন্তু বৃষ্টি পড়লে সমস্যা ঠিকই হয়। চট্টগ্রামবাসীর এই ভোগান্তি কখন শেষ হবে জানি না। হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল কবে পাব, তা-ও জানি না।’

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েক দিন এ ধরনের থেমে থেমে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত