হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চরকিং ইউনিয়নের খাসবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা বাজারে আগুনের দৃশ্য দেখতে পান। পরে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খাসেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি মুদিদোকান, একটি কসমেটিকসের দোকান, একটি চায়ের দোকান, দুটি হার্ডওয়্যারের দোকান, একটি টিনের দোকান ও পানের দোকান ছিল। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব মালামাল দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোকানের লোকজন দোকান থেকে বের হয়ে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সব মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনের দোকানের মালিক মো. ইউছুফ (৫০) জানান, তাঁর দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সামনে টিন বেচাকেনার মৌসুম হওয়ায় দোকানভর্তি টিন ছিল। এখন সব টিন পুড়ে গেছে। আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল বের করে আনা সম্ভব হয়নি। নতুন টিনগুলো ঘরের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চরকিং ইউনিয়নের খাসবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা বাজারে আগুনের দৃশ্য দেখতে পান। পরে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খাসেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি মুদিদোকান, একটি কসমেটিকসের দোকান, একটি চায়ের দোকান, দুটি হার্ডওয়্যারের দোকান, একটি টিনের দোকান ও পানের দোকান ছিল। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব মালামাল দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোকানের লোকজন দোকান থেকে বের হয়ে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সব মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনের দোকানের মালিক মো. ইউছুফ (৫০) জানান, তাঁর দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সামনে টিন বেচাকেনার মৌসুম হওয়ায় দোকানভর্তি টিন ছিল। এখন সব টিন পুড়ে গেছে। আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল বের করে আনা সম্ভব হয়নি। নতুন টিনগুলো ঘরের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
৩২ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪০ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে