রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল হক, ২ নম্বর ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ড জিয়াউল হক, ৪ নম্বর ওয়ার্ড আহসান উল্যাহ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামীম (বিনাপ্রতিবন্ধিতায়), ৭ নম্বর ওয়ার্ডে আবুল বশর, ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিবি আয়েশা; ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কনিকা বড়ুয়া এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ভোটে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান। রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সার্বক্ষণিক নিয়োজিত ছিল পুলিশ এবং র্যাবের টহল দল। ভোটের সময় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। তা ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৬৪টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৮৮৬ জন।
সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল হক, ২ নম্বর ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ড জিয়াউল হক, ৪ নম্বর ওয়ার্ড আহসান উল্যাহ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামীম (বিনাপ্রতিবন্ধিতায়), ৭ নম্বর ওয়ার্ডে আবুল বশর, ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিবি আয়েশা; ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কনিকা বড়ুয়া এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ভোটে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান। রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সার্বক্ষণিক নিয়োজিত ছিল পুলিশ এবং র্যাবের টহল দল। ভোটের সময় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। তা ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৬৪টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৮৮৬ জন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অনেকের লাশ খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। তাই পুলিশ সেসব লাশ শনাক্তে ডিএনএ প্রোফাইল করার সিদ্ধান্ত নিয়েছে।
১৩ মিনিট আগেবন্ধুদের সঙ্গে হাসিমুখে শ্রেণিকক্ষ ত্যাগ করার একটু পরই বিকট শব্দ শুনতে পান ফারহান হাসান। দেখতে পান, একটি বিমান তাদের স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিবিসিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র বলেন, ‘আমার চোখের সামনে জ্বলন্ত বিমানটি এসে পড়ল।’
২১ মিনিট আগেরাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনার পর আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল তা একটি বিশ্বস্ত ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টসহ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এ টাকা কোথায় ব্যবহার হয়েছে, কতটুকু হয়েছে এটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়
১ ঘণ্টা আগে