নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।
দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।
জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।
পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।
দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।
জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।
হৃদয়বিদারক, মর্মান্তিক, মর্মস্পর্শী। এমনই এক দুর্ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শোকবিহ্বল করেছে পুরো দেশকে। দুপুরে ওই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন...
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে শিশু ওমায়ের নূর আশিক। সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুলটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে, পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
২২ মিনিট আগেচট্টগ্রামের চকবাজারে শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে। মুখোমুখি অবস্থান নিয়েছে শিবির ও ছাত্রদল। মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা দুই পক্ষকে নিবৃত্ত করারও চেষ্ঠা করছেন।
৩৬ মিনিট আগেএকের পর এক অ্যাম্বুলেন্স আসছে। ভেতর থেকে বের করে আনা হচ্ছে কোমলমতি শিশুদের। তাদের কারও হাত-পা, কারও মুখমণ্ডল, আবার কারও শরীরের অধিকাংশই দগ্ধ। তাদের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
৪০ মিনিট আগে